দীর্ঘ পথপরিক্রমায় দর্শক-শ্রোতাদের ভালো লাগাকে প্রাধান্য দিয়ে সংবাদ ও অনুষ্ঠানমালা সাজিয়েছে দেশের জনপ্রিয় বেসরকারি টিভিচ্যানেল আরটিভি। সমৃদ্ধ আগামীর প্রত্যয়ে, দর্শকদের নানান প্রত্যাশা পূরণের চেষ্টায় প্রতি মুহূর্তে এগিয়ে চলেছে চ্যানেলটি।
সেই ধারাবাহিকতায় আরটিভির বিনোদন সংবাদভিত্তিক সাপ্তাহিক অনুষ্ঠান ‘গ্ল্যামার’। দর্শক জনপ্রিয়তা পেয়েছে শুরুর পর থেকেই। শোবিজের নানা পরিচিত মুখ নিয়ে আয়োজন করা হয় এ অনুষ্ঠানটি।
এবারের পর্বে অতিথি হিসেবে এসেছেন এই সময়ের আলোচিত মডেল-অভিনেত্রী জেবা জান্নাত। বলা চলে হুট করেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছেন তিনি। নাটকের জনপ্রিয় এই মুখ কথা বলবেন তার সমসাময়িক কাজ, ব্যস্ততা, ব্যক্তিজীবনসহ আরও নানান বিষয়ে।
টুইংক কেরলের উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন প্রদীপ ভট্টার্চায্য। রোববার (৯ জুলাই) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে প্রচার হবে আরটিভিতে।
প্রসঙ্গত, নতুন অনুষ্ঠান, নাটক, টকশো, রিয়েলিটি শো, অ্যাওয়ার্ড অনুষ্ঠান আর ভিন্নধারার সংবাদ দিয়ে কয়েক বছরে দর্শকপ্রিয়তার শীর্ষে উঠে এসেছে আরটিভি। সেই সঙ্গে আরটিভি পৌঁছে গেছে দেশের বিভাগীয় শহর থেকে একেবারে প্রত্যন্ত অঞ্চলে। গ্রাম-বাংলার সাধারণ খেটে খাওয়া মানুষের কাছেও আরটিভি এখন জনপ্রিয়তার শীর্ষে।