• ঢাকা শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
logo

দয়া করে আমাকে লিজেন্ড বলবেন না : সোহেল রানা (ভিডিও)

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

  ২৪ জুলাই ২০২৩, ০৯:৫১
সোহেল রানা
সোহেল রানা

ঢাকাই চলচ্চিত্রের পরিচালক, প্রযোজক ও জনপ্রিয় নায়ক সোহেল রানা। একসময় নিজের দুর্দান্ত অভিনয়ে পর্দা মাতালেও বর্তমানে খুব একটা সিনেমায় দেখা যায় না তাকে। বলা চলে অনেকটা আক্ষেপ নিয়েই অভিনয় জগৎ থেকে দূরে রয়েছেন বরেণ্য এই অভিনেতা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে চলচ্চিত্রের নানান বিষয় নিয়ে কথা বলেন সোহেল রানা। গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে একপর্যায় অভিনেতাকে লিজেন্ড না বলার অনুরোধ জানান তিনি।

সোহেল রানা বলেন, বর্তমানে সবাইকে আপনারা শিল্পী বানিয়ে দিচ্ছেন। আমি তো সব সময় বলি শিল্পী হওয়া এত সহজ না। আপনারা কিং বানিয়ে ফেলছেন, রাজা-মহারাজা বানিয়ে ফেলছেন। কোনো বাংলা বিশেষণ কি আপনারা বাদ রেখেছেন? যেটা চলচ্চিত্র জগতের মানুষদের সম্পর্কে আপনারা ব্যাবহার করেননি।

আবার আমাদের দু-একজনকে অনেকেই বলেন লিভ-ইন লিজেন্ড। আগে শুনলে ভালো লাগত যে, ৫০ বছর কাজ করেছি, এরা আমাদেরকে মূল্যায়ন করছে। এখন দেখি সবাই লিজেন্ড। যখন আপনারা ওদের কমন লাইনে নিয়ে আসছেন আমাদেরকে, তখন তো আর লিজেন্ড হতে ভালো লাগছে না। তাই আপনাদের বলছি দোয়া করে আমাকে লিজেন্ড বলবেন না।

অভিনেতা আরও বলেন, বর্তমানে শিল্পী সমতির যে কাজ করা দরকার ছিল সেই কাজই তো হচ্ছে না। এখন সমিতিগুলো শুধু নামেই আছে। যদি সিনেমা তৈরি হতো, তাহলে শিল্পী থাকত। শিল্পীরা কাজ করত, তাদের প্রবলেম থাকত। তখন সমিতি হয়তো কাজ করতে পারত। সমিতিগুলোর তো সরাসরিভাবে করার কোনো কাজ নেই। খাবার দেওয়া তো আর সমিতির কাজ না।

চিত্রনায়ক বলেন, বর্তমানে নেতৃত্ব নিয়ে আলোচনা হচ্ছে না, নেতিবাচক জিনিস নিয়ে আলোচনা হচ্ছে। অমুক খান কয়টা বিয়ে করেছে, তার দুটো বউ দেশের বাইরে গেছে কি না? মানুষ বর্তমান সময়ে ভালো কিছু পছন্দ করে না, খারাপটা পছন্দ করে। চলচ্চিত্র জগতে ভালো জিনিস নিয়ে আলোচনা করলে তো দর্শকরা খাবে না।

আর শিল্পী বলতে হলে আগে চিন্তা করেন যে, তারা আসলেই শিল্পী কী না? অভিনয় যারা করেন তারা অভিনেতা-অভিনেত্রী, শিল্পী না। কারণ শিল্পী হতে হলে একজন মানুষকে অনেক গুণে গুণান্বিত হতে হয়। তাকে চলচ্চিত্রের বাইরেও সব বিষয়ে পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে। সমস্ত ব্যাপারে যখন তার কথা বলার মতো জ্ঞান অর্জন হবে, তখন থাকে আপনি শিল্পী বলতে পারেন।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চলচ্চিত্রে কাজ করা নিয়ে যা বললেন কেয়া পায়েল
কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মেহজাবীনের ‘প্রিয় মালতী’
বিসিবিতে নতুন পরিচালক আনা হবে: আসিফ মাহমুদ
রাইট টু ফ্রিডমের নতুন নির্বাহী পরিচালক জন ড্যানিলয়েচ