• ঢাকা বুধবার, ২২ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১
logo

বীরকে নিয়ে বুবলীর আবেগঘন বার্তা

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

  ৩০ জুলাই ২০২৩, ১৪:৩৬
বীরকে নিয়ে বুবলীর আবেগঘন বার্তা

বর্তমান সময়ের ঢাকাই সিনেমার ব্যস্ততম নায়িকা শবনম বুবলী। কাজের বাইরে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয় তিনি। বর্তমানে অভিনয় এবং ছেলে বীরকে নিয়েই সময় পার করছেন এই নায়িকা। প্রায় সময়ই ছেলের সুন্দর সুন্দর মুহূর্ত ভক্তদের সঙ্গে শেয়ার করেন তিনি। এবার ছেলেকে নিয়ে আবেগঘন বার্তা দিলেন বুবলী।

রোববার (২৯ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুকে ছেলে বীরের কয়েকটি ছবি শেয়ার করে একটি স্ট্যাটাস দিয়েছেন এই চিত্রনায়িকা।

পোস্টের ক্যাপশনে বুবলী লিখেছেন, আমার জীবনের শানশাইন তুমিই বাপজান। সঙ্গে একটি লাভ ইমোজিও জুড়ে দিয়েছেন তিনি।

ওই ছবিগুলোতে দেখা যায়, বীরের পরনে রয়েছে ধূসর, কালো ও হলুদ রঙয়ের কম্বিনেশনের একটি টি-শার্ট। বাচ্চাদের গেমিং জোনে খেলাধুলা করছে ছোট্ট বীর। তবে ছবিতে বড় চুলে বেশ ভালোই লাগছে বুবলীর রাজপুত্রকে।

পোস্টটি করার সঙ্গে সঙ্গে ৭৬ হাজারেরও বেশি প্রতিক্রিয়া পড়েছে নেটিজেনদের। রীতিমতো মন্তব্যের ঝড় উঠেছে কমেন্টবক্সে।

প্রসঙ্গত, ২০২০ সালের ২১ মার্চ যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের লং আইল্যান্ড জ্যুইশ মেডিকেল হাসপাতালে সন্তানের জন্ম দেন বুবলী। এর প্রায় আড়াই বছর পর নিজের সন্তানকে প্রকাশ্যে আনেন বুবলী।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এবার যুক্তরাষ্ট্রের কোস্টগার্ডপ্রধানকে বরখাস্ত করলেন ট্রাম্প
যুক্তরাষ্ট্র ছাড়তে হচ্ছে ১৮ হাজার ভারতীয় নাগরিককে  
যুক্তরাষ্ট্রের সব বৈদেশিক সহায়তা কর্মসূচি বন্ধ করলেন ট্রাম্প
উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্রের শত্রু নয়: ট্রাম্প