অবশেষে অপেক্ষার পালা শেষ হতে চলেছে। ফের পর্দায় আসছে জনপ্রিয় টিভি শো ‘দাদাগিরি’। প্রতিবারের মতো এবারও সঞ্চালনায় থাকছেন ভারতের জাতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি।
শনিবার (১২ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দাদাগিরির নতুন পর্বের এক ঝলক শেয়ার করেন তিনি।
ছবিতে দেখা যায়, আলো আঁধারি সেটে মেরুন রঙের সোফায় নীল রঙের স্যুট পরে হাস্যোজ্জ্বল মুখে বসে আছেন সৌরভ গাঙ্গুলি। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘দাদাগিরির ১০ নম্বর সিজন’। ছবিটি পোস্ট করার কয়েক মুহূর্তেই ব্যাপক ভাইরাল হয়ে যায়।
এদিকে দাদাগিরি সিজন-১০ নিয়ে এখনও অফিসিয়াল কোনো ঘোষণা আসেনি। ধারণা করা হচ্ছে ডান্স বাংলা ডান্স শেষ হলে সেপ্টেম্বরে টিভির পর্দায় হাজির হতে পারে দাদাগিরির নতুন পর্ব।
উল্লেখ্য, ২০০৯ সালে শুরু হয় ‘দাদাগিরি’ গেম শো। মাত্র কয়েকটি সিজনেই এটি ব্যাপক জনপ্রিয়তা পায়। প্রথম থেকেই এর সঞ্চালনার দায়িত্বে ছিলেন প্রাক্তন ক্রিকেটার সৌরভ গাঙ্গুলি। তবে একটি সিজন মিঠুন চক্রবর্তী সঞ্চালনা করেছিলেন। পরে দর্শকদের অনুরোধেই ফের দায়িত্ব নেন সৌরভ।