‘লোফার’ সিনেমার মাধ্যমে ২০১৫ সালে বলিউডে অভিষেক ঘটে দিশা পাটানির। এরপর বেশ কিছু দর্শকপ্রিয় সিনেমা উপহার দিয়ে খুব অল্প সময়েই নিজের জায়গা তৈরি করেন এই নায়িকা। এবার নতুন পরিচয়ে নাম লেখালেন দিশা।
পরিচালক হিসেবে অভিষেক হলো এই তারকার। তবে বড় পর্দা দিয়ে নয়, একটি মিউজিক ভিডিও নির্মাণের মাধ্যমে পরিচালনার খাতায় নাম লেখালেন দিশা।
ইনস্টাগ্রামে মিউজিক ভিডিওটির টিজার প্রকাশ করে খবরটি নিজেই জানিয়েছেন দিশা।
জানা গেছে, নিকিতা গান্ধীর গাওয়া গান নিয়ে মিউজিক ভিডিও নির্মাণ করেছেন তিনি। শুধু তাই নয়, পরিচালনার পাশাপাশি গানটিতে মডেলিং ও ভয়েস ওভারও দিয়েছেন দিশা।
প্রসঙ্গত, আগামী ২১ আগস্ট ইউটিউবে মুক্তি পাবে দিশা নির্মিত এই গানটি। দিশা পাটানি অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘এক ভিলেন রিটার্ন’। ২০২২ সালের ২৯ জুলাই মুক্তি পায় এটি। তবে বক্স অফিসে সাড়া ফেলতে ব্যর্থ হয় সিনেমাটি। বর্তমানে ৩টি সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন দিশা।