ঢাকাশুক্রবার, ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

কোনো অপমানই এখন আর আমার গায়ে লাগে না : চঞ্চল

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ৩০ আগস্ট ২০২৩ , ০৯:২৪ এএম


loading/img

কাজের পাশাপাশি নেটমাধ্যমেও বেশ সরব জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত ও দুই বাংলার জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। প্রায় সময়ই নিজের ভালো লাগা, মন্দ লাগা ভক্তদের সঙ্গে শেয়ার করেন তিনি। আবার কখনও কখনও সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ করতেও পিছপা হন না এই অভিনেতা।

বিজ্ঞাপন

এবার সামাজিক যোগাযোগমাধ্যমে জানালেন, কোনো অপমানই এখন আর গায়ে লাগে না তার। প্রিয় তারকার এমন পোস্টে রহস্যের দানা বেঁধেছে তার ভক্তদের মনে। হঠাৎ কী হলো চঞ্চলের?   

মঙ্গলবার (২৯ আগস্ট) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুকে একটি ছবি শেয়ার করে পোস্ট দিয়েছেন চঞ্চল।    

বিজ্ঞাপন

ক্যাপশনে অভিনেতা লিখেছেন, কোনো অপমানই এখন আর আমার গায়ে লাগে না। সেটা হোক সামাজিক যোগাযোগ মাধ্যমে, অথবা ব্যক্তি জীবনে। কারণ বয়স যেমন হয়েছে, ধৈর্য্য বেড়েছে পাল্লা দিয়ে….। এটা আমার দুর্বলতা নয়।

পোস্টটি করার পর রীতিমতো মন্তব্যের ঝড় উঠেছে চঞ্চলের কমেন্টবক্সে। একজন লিখেছেন, আমরা আপনার ফলোয়ার নই, ভক্ত। যেকোনো পরিস্থিতিতে পাশে আছি। 

আরেক নেটিজেন লেখেন, যার রক্তে মিশে আছে অভিনয় তার তো এমন হওয়াই উচিত, এতে সম্মান বৃদ্ধি হয়। অভিনেতার এক ভক্ত লিখেছেন, দুর্বলতা নয় এটা দক্ষতা। চঞ্চলের আরেক ভক্ত লেখেন, লিজেন্ড। ভক্তদের এমন অসংখ্য মন্তব্য ভেসে বেড়াচ্ছে অভিনেতার কমেন্টবক্সে।

বিজ্ঞাপন

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |