ঢাকাশুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ২৮ চৈত্র ১৪৩১

সায়ন্তিকার বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত প্রযোজকের

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ০১ অক্টোবর ২০২৩ , ০৯:১৪ এএম


loading/img

চিত্রনায়ক জায়েদ খানের সঙ্গে জুটি বেঁধে ‘ছায়াবাজ’ সিনেমায় কাজ করতে বাংলাদেশে আসেন পশ্চিমবঙ্গের নায়িকা সায়ন্তিকা ব্যানার্জি। কিন্তু নৃত্য পরিচালকের সঙ্গে দ্বন্দ্বের জেরে সিনেমার শুটিং পুরোপুরি শেষ না করেই কলকাতায় ফিরে যান তিনি। এরপর থেকেই সায়ন্তিকার সঙ্গে সিনেমার প্রযোজক মনিরুল ইসলামের দ্বন্দ্ব চলছে। এবার জানা গেল, নায়িকার বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত নিয়েছেন প্রযোজক। 

বিজ্ঞাপন

সম্প্রতি গণমাধ্যমে মনিরুল বলেন, ‘ছায়াবাজি’ সিনেমা থেকে ভারতীয় এই নায়িকাকে বাদ দেওয়া হয়েছে। মূলত মিথ্যাচারের কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।  

বিজ্ঞাপন

প্রযোজক আরও বলেন, ‘ছায়াবাজি’ সিনেমায় সায়ন্তিকাকে বাদ দিয়ে তার বদলে দেশি নায়িকা নিয়ে কাজ করবেন। এতো মিথ্যাচার আর নিতে পারছি না। সিনেমাটির কাজ আর করব না। আর যদি করিও, সায়ন্তিকাকে বাদ দিয়ে দেশি শিল্পী নিয়ে নতুন করে সিনেমার কাজ শুরু করব।  

জানা গেছে, ঢাকায় নেমেই শুটিংয়ে কক্সবাজারে ছুটে যান সায়ন্তিকা। কিন্তু শুটিং চলার কয়েক দিন পরই নৃত্য পরিচালক মাইকেলের সঙ্গে দ্বন্দ্বের জেরে শুটিং বন্ধ করে দেশে ফিরে যান তিনি। দেশ ছাড়ার পরই প্রযোজক মনিরুল ইসলাম, নায়ক জায়েদ খান ও নায়িকা সায়ন্তিকাকে নিয়ে নানা ধরনের কথা চাউর হতে থাকে। এমনকি  একে অপরকে নিয়ে অসম্মানজনক ও অশ্রদ্ধাপূর্ণ কথাও বলেন। যদিও অভিযোগটি  পুরোপুরি অস্বীকার করেছেন মাইকেল-মনিরুল। 

বিজ্ঞাপন

মনিরুল বলেন, মূলত ছায়াবাজি নামে একটি ওয়েব সিরিজ বানাতে চেয়েছিলাম আমি। কিন্তু জায়েদ খানের অনুরোধেই সিনেমা হিসেবে কাজ শুরু করি। নইলে এই সিনেমার কোনো প্ল্যানিং ছিল না আমার। এখানে জায়েদ খান ও সায়ন্তিকা মিলে আমাকে ফাঁসিয়ে দিয়েছে।  

বিষয়টি নিয়ে জায়েদ খান বলেন, ‘ছায়াবাজ’ সিনেমার শুটিং এতোটাই অব্যবস্থাপনায়  পরিপূর্ণ ছিল যে নায়িকার কস্টিউম, হোটেল ভাড়া, খাবারের বিলও তিনি দিয়েছেন। ১ লাখ ৩০ হাজার টাকা হোটেল বিল এসেছিল। প্রযোজক ৯৭ হাজার বিল দিয়ে চলে গেছেন। বাকি টাকা আমাকে দিতে হয়েছে। প্রতিনিয়তই প্রযোজক মিথ্যাচার করছেন তিনি। তার কথা ও কাজে মিল নেই।

টাকার প্রসঙ্গে মনিরুল বলেন, জায়েদের সব বকেয়া পরিশোধ করে দিয়েছি। ৬ সেপ্টেম্বর পর্যন্ত ভাড়া বুঝিয়ে দিয়ে ঢাকায় চলে আসি। এরপর শুনলাম, ৭ সেপ্টেম্বরও কারা যেন হোটেলে ছিলেন। সেই টাকা তো আমি দেব না তাই না। কারণ, তার  শুটিং প্যাকআপ হয়েছে ৬ সেপ্টেম্বর। এ ছাড়া জায়েদ খানকে নায়িকার ড্রেস দিতে হবে কেন? সায়ন্তিকার ড্রেস বাবদ আলাদা ৫০ হাজার রুপি দিয়েছি আমি।  পাশাপাশি পারিশ্রমিকের মধ্যে জায়েদ খানের ড্রেসের টাকাও ধরা হয়েছে।     
 
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |