ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে রাব্বানীর ‘ছুরত’
শুরু হয়ে গিয়েছে ২২তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এবারের উৎসবে স্পিরিচুয়াল চলচ্চিত্র বিভাগে প্রদর্শীতে হবে গোলাম রাব্বানীর ছোট সিনেমা ‘ছুরত’। ১৩ মিনিট ৩০ সেকেন্ডের এই চলচ্চিত্রটি মঙ্গলবার (২৩ জানুয়ারি) বিকেল ৫টায় দেখা যাবে জাতীয় জাদু ঘরের সুফিয়া কামাল মিলনায়তনে। সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন কাজী নওশাবা আহমেদ, মিজানুর রহমান, রাশেদ সাগর, মুন্না, মানিক সাহা।
সিনেমাটির পরিচালক গোলাম রাব্বানী বলেন, মানুষ প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পর একরকম মনমানসিকতা নিয়ে দিন শুরু করে। এরপর অফিসে বা কাজে যায়, সেখানে আবার মনমানসিকতার পরিবর্তন হয়, রাতে বাসায় ফেরার পর আরেক দফায় পরিবর্তন ঘটে। এই যে পরিবর্তনগুলো, একই মানুষের হাজারটা রূপ—সেটাই চলচ্চিত্রটিতে তুলে ধরতে চেয়েছি। বলতে পারেন এটাই প্লট।
নীরিক্ষাধর্মী এই চলচ্চিত্রটিতে কোনো সংলাপ নেই। দুটি গান ও আবহ সঙ্গীত রয়েছে। গান দুটি গেয়েছেন শম্পা দাস ও রাশেদ সাগর। এর আগে সিনেমাটি প্রদর্শিত হয়েছিল নেদারল্যান্ডস উৎসব, ম্যানহাটান ফিল্ম ফেস্টিভ্যাল, লন্ডনের লিট উৎসব, চীনের মাইক্রো ফিল্ম ফেস্টিভ্যালে।
মন্তব্য করুন