• ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১
logo

প্রধানমন্ত্রীর সঙ্গে শর্মিলা ঠাকুরের সৌজন্য সাক্ষাৎ

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

  ২৪ জানুয়ারি ২০২৪, ১৯:৩০
প্রধানমন্ত্রীর সঙ্গে শর্মিলা ঠাকুরের সৌজন্য সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর সঙ্গে শর্মিলা ঠাকুরের সৌজন্য সাক্ষাৎ

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পর্দা উঠেছে গত ২০ জানুয়ারি। শুরুর দিন থেকেই দেশ-বিদেশের তারকাদের উপস্থিতিতে জমে উঠেছে এই চলচ্চিত্র উৎসব। আর এদিন রাজধানীর জাতীয় জাদুঘরে উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হন ভারতের প্রখ্যাত অভিনেত্রী শর্মিলা ঠাকুর। এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করলেন তিনি।

বুধবার (২৪ জানুয়ারি) গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন শর্মিলা ঠাকুর।

জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন শর্মিলা ঠাকুরের নেতৃত্বে বাংলাদেশ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রতিনিধিরা।

এ সময় শর্মিলা ঠাকুরের সঙ্গে ছিলেন— অভিনেত্রী মমতাশঙ্কর, স্বস্তিকা মুখার্জি ও নির্মাতা অভিজিৎসহ আরও অনেকে।

বুধবার ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে শাহবাগে জাতীয় জাদুঘরের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব অডিটরিয়ামে প্রদর্শনী হবে স্বস্তিকা মুখার্জি অভিনীত সিনেমা ‘বিজয়ার পরে’।

অভিনেত্রী মমতাশঙ্কর ও নির্মাতা অভিজিৎ থাকবেন সিনেমাটির প্রদর্শনীর সময়।

নয় দিনব্যাপী এবারের চলচ্চিত্র উৎসবে দেখানো হবে বাংলাদেশসহ ৭৪টি দেশের ২৫০টি চলচ্চিত্র। এর মধ্যে বাইরের পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ১২৯টি, স্বল্পদৈর্ঘ্য ও স্বাধীন চলচ্চিত্র ১২৩টি। আর বাংলাদেশের চলচ্চিত্র রয়েছে ৭১টি।

প্রসঙ্গত, গত ২০ জানুয়ারি থেকে শুরু হওয়া এই উৎসবের পর্দা নামবে আগামী ২৮ জানুয়ারি।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বেঁচে থেকে লাভ কী: স্বস্তিকা
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব আবুল কালাম আজাদ গ্রেপ্তার
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা কামালসহ গ্রেপ্তার ৪
জীবনে প্রেম এসেছে ৬ বার: স্বস্তিকা