ঢাকাসোমবার, ০৭ এপ্রিল ২০২৫, ২৪ চৈত্র ১৪৩১

জিতুর সঙ্গে সেলফি, মিথিলাকে নিয়ে নতুন গুঞ্জন

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ৩০ জানুয়ারি ২০২৪ , ০১:৪৭ পিএম


loading/img
রাফিয়াত রশিদ মিথিলা

শোবিজের জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। বর্তমানে দেশের গণ্ডি পেরিয়ে দ্যুতি ছড়াচ্ছেন ওপার বাংলায়ও। অন্যদিকে কলকাতার অভিনেতা জিতু কমল। অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও চর্চায় থাকেন তিনি। এবার এই দুই তারকাকে নিয়ে শুরু হয়েছে নতুন গুঞ্জন।  

বিজ্ঞাপন

বর্তমানে ‘অরণ্যর প্রাচীন প্রবাদ’ নামে একটি প্রজেক্টে কাজ করছেন জিতু। আর এই নতুন প্রজেক্টের সূত্রেই সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে মিথিলার সঙ্গে একটি ছবি শেয়ার করেন তিনি। আর এতেই বাঁধে বিপত্তি। ছবিটি পোস্ট করার সঙ্গে সঙ্গেই শুরু হয়ে গেছে মিথিলা-জিতুকে নিয়ে নানান গুঞ্জন।  

জিতুর ইনস্টাগ্রাম থেকে নেওয়া

বিজ্ঞাপন

ক্যাপশনে অভিনেতা লিখেছেন— ‘অরণ্যর প্রাচীন প্রবাদ’। 

জানা গেছে, সিনেমার গল্পটি লেখার পাশাপাশি পরিচালনার দায়িত্বেও রয়েছেন দুলাল দে। সিনেমায় জিতুর দুলাভাইয়ের চরিত্রে দেখা যাবে শিলাজিৎ মজুমদারকে। 

‘অরণ্যর প্রাচীন প্রবাদ’র অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে সুহোত্র মুখোপাধ্যায়, বুদ্ধদেব ভট্টাচার্য, আরজে সায়ন, লোকনাথ দে প্রমুখ।  

বিজ্ঞাপন

সিনেমাটি নিয়ে জিতু জানান, গল্পটা ভীষণ ইন্টারেস্টিং। কেবল গোয়েন্দা গল্প বলে রাজি হননি তিনি। মূলত গল্পটা অভিনেতাকে টাচ করেছে বলেই তিনি কাজ করবেন। আর যে গল্পটা তাকে ছুঁয়ে যাবে সেটাই করবেন এই অভিনেতা। 
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |