• ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১
logo

যে কারণে গ্যাংস্টার সিনেমার প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন কোয়েল

বিনোদন ডেস্ক, আরটিভি

  ২৮ এপ্রিল ২০২৪, ১৮:৪৮
কোয়েল মল্লিক
কোয়েল মল্লিক

সব অভিনয়শিল্পীই বলিউডে নিজেকে মেলে ধরার স্বপ্ন দেখেন। তবে সেই তালিকায় নেই টালিউড অভিনেত্রী কোয়েল মল্লিক। তিনি বলিউডের সুপারহিট সিনেমার প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন।

যেখানে সবাই মুখিয়ে থাকেন সিনেমা করার জন্য, সেখানে কোয়েল প্রস্তাব পেয়েও কেন ফিরিয়ে দিয়েছিলেন? এই প্রশ্ন আজও উঁকি দেয় অভিনেত্রীর ভক্তদের মনে।

জানা গেছে, বলিউডের বিগ বাজেটের সিনেমার অফার পেয়েছিলেন কোয়েল। ২০০৬ সালে ‘গ্যাংস্টার’ সিনেমা দিয়ে বলিউডে অভিষেক হয় কঙ্গনা রানাওতের। আর এই সিনেমার প্রথম প্রস্তাব পেয়েছিলে রঞ্জিতকন্যা। কিন্তু সেই সিনেমার অফার ফিরিয়ে দিয়েছিলেন কোয়েল।

কোয়েল মল্লিক

কারণ অন্তরঙ্গ দৃশ্যে আপত্তি ছিল কোয়েলের। আর তিনি প্রস্তাব ফিরিয়ে দিতেই সেটি লুফে নেন কঙ্গনা। এরপরে আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। বর্তমানে বলিউডের প্রথম সারির অভিনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন কঙ্গনা।

টালিপাড়ায় প্রায়ই কানাঘোষা শোনা যায়— সেদিন ‘গ্যাংস্টার’ সিনেমার প্রস্তাব ফিরিয়ে না দিলে কোয়েলও হয়তো নিজেকে প্রতিষ্ঠিত করতে পারতেন বলিউডে। নিজের ক্যারিয়ারে দেব, যিশু সেনগুপ্ত, আবির চট্টোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, সোহম চক্রবর্তীদের বিপরীতে একাধিক সিনেমায় অভিনয় করেছেন কোয়েল। রোমান্টিক সিনেমা হোক কিংবা থ্রিলার, পর্দায় সমান দাপটই দেখিয়েছেন তিনি।

কোয়েল মল্লিক

ভিন্ন ভিন্ন চরিত্রে নিজেকে পর্দায় মেলে ধরেছেন কোয়েল। টালিউডে নিজের অভিনয়গুণে তৈরি করেছেন শক্ত অবস্থান। কিন্তু অশ্লীলতার স্রোতে গাঁ ভাসাননি তিনি।

প্রসঙ্গত, ব্যক্তিগত জীবনে ২০১৩ সালে সুরিন্দর ফিল্মসের মালিক নিসপাল সিং রানের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন কোয়েল। বিয়ের আগে সাত বছর প্রেম করেছেন এই জুটি। ২০২০ সালে দম্পতির সংসার আলো করে আসে প্রথম সন্তান কবীর।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘পুষ্পা ২’ দেখতে এসে পুলিশের হাতে ধরা পড়ল গ্যাংস্টার
যৌনদৃশ্যে আপত্তি, ইমরান হাশমিকে কোয়েলের না
খুনের হুমকির পর নতুন জটিলতায় সালমান
সালমানের হুমকিদাতা লরেন্সকে হত্যা করলে বিশাল পুরস্কার!