ঢাকাশনিবার, ২৮ জুন ২০২৫, ১৪ আষাঢ় ১৪৩২

আনোয়ারা-মুক্তির ডাকে তারার মেলা

আরটিভি নিউজ

মঙ্গলবার, ২১ মে ২০২৪ , ০৬:৫৮ পিএম


loading/img
ছবি : আরটিভি

দর্শক মনকে তুষ্ট করতে বছরের প্রায়ই সময় ব্যস্ত থাকেন তারকারা। উপহার দেন সুন্দর সুন্দর কাজ। একই জগতের মানুষ হওয়া সত্ত্বেও কাজের ব্যস্ততার কারণে তারকাদের পরস্পরের সঙ্গে দেখা করার সুযোগ হয়ে উঠে না। তাই শত ব্যস্ততাকে উপেক্ষা করে খ্যাতিমান অভিনেত্রী আনোয়ারা বেগম এবং তার মেয়ে চিত্রনায়িকা রুমানা ইসলাম মুক্তির ডাকে সারা দিয়ে সোমবার (২০ মে) রাতে রাজধানীর এক রেস্তোরাঁয় রুপালি তারাদের মেলা বসে।

বিজ্ঞাপন

এই আনন্দ-আয়োজনে হাজির হন চলচ্চিত্রের সিনিয়র-জুনিয়র শিল্পীরা। তাদের আনাগোনায় মুখর ছিল পুরোটা সময়। জনপ্রিয় চিত্রনায়িকা মুক্তির মেয়ে কারিমার জন্মদিন ঘিরে এই আয়োজন করা হয়। গত ২ মে ছিল রুপালি পর্দার মা আনোয়ারার একমাত্র মেয়ে এবং মুক্তির একমাত্র মেয়ে কারিমার জন্মদিন। এ উপলক্ষে কাছের মানুষদের নিয়ে সীমিত পরিসরে এক মিলনমেলার আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

তাদের ডাকে সারা দিয়ে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নব-নির্বাচিত কমিটি, আলোচিত চিত্রনায়ক জায়েদ খান সহ অন্য তারকারাও উপস্থিত হয়েছিলেন। এসময় ছয় শতাধিক চলচ্চিত্রের আনোয়ারা শিল্পী সমিতির নতুন কমিটি ও পুনরায় সদস্যপদ ফিরে পাওয়ায় জায়েদ খানকে ফুলের শুভেচ্ছা জানান। গুণী এই অভিনেত্রীকে দীর্ঘদিন পর কাছে পেয়ে উচ্ছ্বাসে মাতেন শিল্পীরা।

এ প্রসঙ্গে শিল্পী সমিতির সহ-সভাপতি রুবেল বলেন, সিনিয়র-জুনিয়ারদের নিয়ে এমন মিলমেলা হলে ভালোই হয়। সবার সঙ্গে কুশল বিনিময়ের সুযোগ হয়। মুক্তির মেয়ে কারিমার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এমন সুন্দর একটি আয়োজনের জন্য চিত্রনায়িকা মুক্তিকে ধন্যবাদ জানিয়ে জ্যেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রী ও শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্য দিলারা ইয়াসমিন বলেন, খুব সুন্দর আয়োজন মুক্তি। অনেক দিন পর আনু আপার সাথে দারুণ একটা সময় কাটালাম।

আরেক কার্যনির্বাহী সদস্য ও চিত্রনায়িকা রোজিনা বলেন, কিংবদন্তি চলচ্চিত্র অভিনেত্রী আনু আপা আমার অনেক শ্রদ্ধা ও ভালোবাসার একজন মানুষ। অনেক দিন পর দেখা হয়ে ভীষণ ভালো লাগছে। চমৎকার একটি আয়োজন ছিল।

আয়োজন নিয়ে চিত্রনায়িকা মুক্তি বলেন, মেয়ের জন্মদিন উপলক্ষে আয়োজন করা হলেও মূল উদ্দেশ্য ছিল সবার সঙ্গে কুশল বিনিময়। অনেক দিন ধরেই মায়ের সঙ্গে তার সহকর্মীদের সেভাবে দেখা-সাক্ষাৎ নেই। শিল্পী সমিতির নির্বাচনের সময় খানিক সময়ের জন্য দেখা হয়। সেসময় আসলে কথা বলার পরিবেশ থাকে না। সবার সঙ্গে মায়ের আড্ডার ব্যবস্থা করার জন্যই এই আয়োজন। সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |