ঢাকামঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১

অবশেষে মুক্তি পেল সেই সানাই মাহবুবের সিনেমা

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ২৪ মে ২০২৪ , ০৮:৩২ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

সিনেমার নায়িকা হওয়ার স্বপ্ন নিয়ে পা রেখেছিলেন ঢালিউডে৷ কিন্তু সেই পথচলা ছন্দ মিলিয়ে ধারাবাহিক করতে পারেননি। সমালোচনার শিকার হয়ে আজ শোবিজ থেকে দূরে সানাই মাহবুব। অল্প সময়ের ফাঁকে কিছু সিনেমায় তিনি শুটিং করেছিলেন৷ তার একটি 'ময়নার শেষকথা'। 

বিজ্ঞাপন

একটা সময় সামাজিক মাধ্যমে সানাই ইস্যু হয়ে যান, ক্রমেই ভাইরাল হয়ে পড়েন। দেশব্যাপী সবাই এক নামে চিনল তাকে। এরপর সে বিয়ে করে আলোচিত হলেন, বিচ্ছেদ ঘটিয়েও আলোচিত হলেন। নানাভাবেই আলোচিত ছিলেন। তবে যে চলচ্চিত্র করতে এসেছিলেন সানাই, তার সেই পরিচয়টাই আড়ালে চলে গিয়েছিল।  সেই সানাই মাহবুবের প্রথম চলচ্চিত্র অবশেষে মুক্তি পেল শুক্রবার (২৪মে)। 

বিজ্ঞাপন

৭ বছর পূর্বে চলচ্চিত্র জগতে পা দেওয়া সানাইয়ের ছবি মুক্তি পেল আজ। এই ছবিতে মূখ্য ভূমিকায় রয়েছেন সানাই। তার সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন সাগর। এছাড়াও অভিনয় করেছেন রাসেল মিয়া ও ইরা সিকদার।

চলচ্চিত্র ‘ময়নার শেষ কথা’ আনকাট সেন্সর পেয়েছিল ২০২১ সালের ১৩ জুন।। সেন্সর বোর্ডে চলচ্চিত্রটি দেখার পরে ভূয়সী প্রশংসা করেছিল জানিয়েছেন ছবিটির পরিচালক বাবু সিদ্দিকী। 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |