ঢাকারোববার, ২৫ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২

শাকিব-বুবলীর মুখোমুখি হচ্ছেন পূজা চেরি  

বিনোদন ডেস্ক, আরটিভি

মঙ্গলবার, ১১ জুন ২০২৪ , ১০:২২ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

আসন্ন পবিত্র ঈদুল আজহায় মুক্তির তালিকায় আছে শাকিব খানের ‘তুফান’,  ববির ‘ময়ূরাক্ষী’  ও বুবলীর ‘রিভেঞ্জ’ সিনেমা। এবার এই তালিকায় যুক্ত হলো নির্মাতা সুমন ধর পরিচালিত সিনেমা ‘আগন্তুক’। এর প্রধান চরিত্রে অভিনয় করেছেন শ্যামল মাওলা ও পূজা চেরি।

বিজ্ঞাপন

খবরটি নিশ্চিত করে সিনেমাটির পরিবেশক জাহিদ হাসান অভি গণমাধ্যমকে বলেন, সিনেমাটি প্রথমে আমরা ভালোবাসা দিবসে মুক্তি দিতে চেয়েছিলাম। কিন্তু সেসময় শাকিব খানের ‘দরদ’  আসবে জেনে আর মুক্তি দিইনি। এবার আমাদের আরেক সিনেমা ‘জংলি’  মুক্তির কথা ছিল। কাজ শেষ না হওয়ায় রেডি থাকা ‘আগন্তুক’ মুক্তি দিচ্ছি। ইতোমধ্যে দেশের সব সিনেপ্লেক্স চূড়ান্ত হয়েছে, সিঙ্গেল স্ক্রিনেও কথাবার্তা চলছে।

বিজ্ঞাপন

‘আগন্তুক’  সিনেমায় পূজা-শ্যামল ছাড়াও মিলি বাশার, শিখা খান মৌ, হিল্লোল রায়, আনোয়ার শাহীন প্রমুখ অভিনয় করেছেন। 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |