ঢাকারোববার, ২৯ জুন ২০২৫, ১৫ আষাঢ় ১৪৩২

মুক্তি পাচ্ছে মিলনের হলিউড সিনেমা

বিনোদন ডেস্ক, আরটিভি

বুধবার, ২৬ জুন ২০২৪ , ১১:২৬ এএম


loading/img
আনিসুর রহমান মিলন

শোবিজের জনপ্রিয় অভিনেতা আনিসুর রহমান মিলন। নাটকের পাশাপাশি চলচ্চিত্রেও দারুণ সরব তিনি। ইতোমধ্যে বেশ কয়েকটি সিনেমায় কাজ করে প্রশংসা কুড়িয়েছেন এই অভিনেতা। শুধু তাই নয়, নিজ দেশের গণ্ডি পেরিয়ে নাম লিখিয়েছেন হলিউডেও।  

বিজ্ঞাপন

গেল বছর ‘বনইয়ার্ড’ নামে হলিউডের একটি সিনেমায় অভিনয় করেছিলেন মিলন। এটি নির্মাণ করেছেন আসিফ আকবর। সিনেমায় মিলনের সঙ্গে রয়েছেন মেল গিবসনের মতো তারকাও। আগামী ৫ জুলাই বিশ্বব্যাপী মুক্তি পাবে সিনেমাটি।

বাংলাদেশেও ‘বনইয়ার্ড’ মুক্তি পাওয়ার কথা ছিল। তবে সেটা এখন সম্ভব হচ্ছে না বলে জানান মিলন। গেল সপ্তাহে আমেরিকা থেকে দেশে ফিরেছেন তিনি।

বিজ্ঞাপন

এ প্রসঙ্গে মিলন বলেন, ‘হলিউডে এটি আমার দ্বিতীয় সিনেমা। এটি প্রযোজনা করেছে লায়ন্স গেট। আগে থেকে তাদের সঙ্গে বাংলাদেশের যমুনা ব্লকবাস্টারের চুক্তি ছিল। তবে সম্প্রতি সেটা বাতিল হয়েছে বলে জেনেছি। 

যার ফলে বাংলাদেশে মুক্তি পাচ্ছে না ‘বনইয়ার্ড’। তা ছাড়া আমি দেশে থাকায় প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগও করতে পারছি না। নইলে আরও বিস্তারিত জানাতে পারতাম।

অভিনেতা আরও বলেন, ‘সিনেমাটি নিয়ে দারুণ আশাবাদী আমি। দর্শক আমাকে এত বড় প্রযোজনা প্রতিষ্ঠানের সিনোময় দেখবেন, মেল গিবসনের সঙ্গে পর্দায় হাজির হব এটা অনেক বড় ব্যাপার আমার জন্য। 

বিজ্ঞাপন

মূলত একজন সিরিয়াল কিলারকে নিয়ে সাজানো হয়েছে সিনেমার গল্প। যাকে খোঁজ করতে মাঠে নামে মেল গিবসন। তাকে আমি নানাভাবে সাহায্য করি। আশা করছি দর্শকদের ভালো লাগবে সিনেমাটি।
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |