• ঢাকা শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
logo

যে কারণে ভারত-দক্ষিণ আফ্রিকার ফাইনাল ম্যাচ দেখেননি অমিতাভ

বিনোদন ডেস্ক, আরটিভি

  ০১ জুলাই ২০২৪, ০৮:৫৭
ছবি : সংগৃহীত

১৭ বছর পর দ্বিতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতেছে ভারত। এই জয়ে দেশটির নাগরিকরা ভাসছেন তুমুল উচ্ছ্বাস-উল্লাসে। বাদ যাননি ফিল্ম ইন্ডাস্ট্রির তারকারাও। বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন নিজেদের ক্রিকেট দলকে শুভেচ্ছা জানিয়েছেন।

নিজের ব্লগে লিখেছেন, আমি টিভি (খেলা) দেখিনি। আমি ম্যাচ দেখলেই আমরা হেরে যাই। মাথায় আর কিছুই ঢুকছে না, খালি কান্না, আনন্দ এবং টিমের সবার চোখের জল।

অন্য একটি টুইটে (এক্সে) এই অভিনেতা বলেন, কান্না আর বাঁধ মানছে না। ভারত যে আজ জিতেছে, তার সঙ্গে যেন আমি একাত্ম হয়ে গিয়েছি। ভারত মায়ের জয়। জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ।

শনিবার (২৯ জুন) রাতের ফাইনাল ম্যাচে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৭৬ রান করে ভারত। বিরাট কোহলি ৫৯ বলে ৭৬ রান করেন। জবাবে ১৫ ওভার শেষে জয়ের জন্য ৩০ বলে ৩০ রানের সমীকরণ নামিয়ে আনে দক্ষিণ আফ্রিকা। কিন্তু শেষ ৫ ওভারে ভারতীয় বোলারদের অসাধারণ বোলিং নৈপুণ্যের সামনে ২২ রানের বেশি নিতে পারেনি প্রোটিয়ারা। ফলে প্রথমবারের মতো আইসিসি বিশ্বকাপের ফাইনালে উঠেও শিরোপা জিততে পারেনি দক্ষিণ আফ্রিকা। এতে জয়ের হাসি হাসে ভারত।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১৪ বছর পর টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে নিউজিল্যান্ড
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে সবার আগে সেমিফাইনালে অস্ট্রেলিয়া
বচ্চন পরিবার নিয়ে নেতার বিস্ফোরক মন্তব্যে উত্তাল নেটদুনিয়া
উদ্বোধনী ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ