• ঢাকা শুক্রবার, ২৪ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১
logo

বাবাকে কবরে শোয়াতে দেখে জ্ঞান হারান শাফিনপুত্র

বিনোদন ডেস্ক, আরটিভি

  ৩১ জুলাই ২০২৪, ০৯:৪৫
ছবি: সংগৃহীত

মৃত্যু বরাবারই বেদনার। আর তা যদি হয় প্রিয়জনের, তবে তো কথাই নেই। তাইতো বাবা ব্যান্ড তারকা শাফিন আহমেদকে যখন কবরে সমাহিত করা হচ্ছিল, তখন আর নিজেকে ধরে রাখতে পারেননি তার ছেলে আযরাফ ওজি। মুহূর্তেই তিনি জ্ঞান হারান। এ সময় কবরস্থানে উপস্থিত সবাই ঘাবড়ে যান। দ্রুত তাকে গুলশানের একটি হাসপাতালে নেওয়া হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, বাবার মৃত্যুটা কোনোভাবেই মেনে নিতে পারছিলেন না ওজি। কয়েক দিন ধরে খুব কান্নাকাটি করেছেন। এরপরও সবার সামনে স্বাভাবিক থাকার চেষ্টাও করে যাচ্ছিলেন। কিন্তু বাবাকে চিরদিনের জন্য কবরে সমাহিত করার দৃশ্য দেখে জ্ঞান হারান তিনি। পরে তাকে হাসপাতালে নেওয়া হয়। এখন তার অবস্থা স্বাভাবিক।

এর আগে গত ২৫ জুলাই বাংলাদেশ সময় সকাল ৬টা ৫০ মিনিটে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার সেন্তরা হাসপাতালে শাফিন আহমেদ শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর চার দিন পর ২৯ জুলাই ঢাকায় তার মরদেহ আনা হয়। এরপরে উত্তরায় নিজ বাসভবনে রাখা হয়। পরে ৩০ জুলাই জোহরের নামাজের পর গুলশানের আজাদ মসজিতে শাফিনের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। এরপর সবার শ্রদ্ধা নিবেদন শেষে তাকে বনানী কবরস্থানে বাবা সংগীতগুরু কমল দাশগুপ্ত এবং মা কিংবদন্তি নজরুলশিল্পী ফিরোজা বেগমের পাশে সমাহিত করা হয়।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এক পরিবারের ৯ জনের ‘আত্মহত্যা’, শুটিং করতে গিয়ে জ্ঞান হারান ফারিণ
শাফিনকে নিয়ে হামিনের আবেগঘন বার্তা
যাদের চোখের জলে শাফিনের শেষবিদায়
বাবা-মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন শাফিন আহমেদ