• ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১
logo

শিল্পী সংঘের ‘অন্তর্বর্তীকালীন সংস্কার কমিটি’র প্রধানের দায়িত্বে তারিক আনাম

বিনোদন ডেস্ক, আরটিভি

  ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১১:৪৭
তারিক আনাম খান
তারিক আনাম খান

অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর থেকেই সব জায়গায় চলছে সংস্কার। পুরনো সব পরিবর্তন করে জায়গাগুলোর নতুন রূপ চাচ্ছেন সাধারণ মানুষ। বিশেষ করে নানা মাধ্যমের সংগঠনগুলোতে। সেভাবে কাজও চলছে। সেই ধারা বইছে টেলিভিশন নাটকের অভিনয়শিল্পীদের সংগঠন ‘অভিনয়শিল্পী সংঘ’-এও।

এই সংগঠনটির বিরুদ্ধে নানান অভিযোগ তুলে সংস্কারের দাবি জানান শিল্পীরা। সেই দাবির প্রেক্ষিতে গত ১৮ সেপ্টেম্বর রাজধানীর মহাখালীর এক কনভেনশন হলে জরুরি সভা ডাকে শিল্পী সংঘ। সেখানে বর্তমান কমিটিকে যে কোনো সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত রেখে অন্তর্বর্তীকালীন সংস্কার কমিটি গঠন করা হয়েছে।

চার মাস মেয়াদী নতুন এই কমিটির প্রধানের দায়িত্ব দেওয়া হয়েছে নাট্যজন ও গুণী অভিনেতা তারিক আনাম খানকে। সম্প্রতি দেশের একটি গণমাধ্যমে খবরটি নিশ্চিত করেছেন অভিনয়শিল্পী সংঘের সভাপতি আহসান হাবিব নাসিম।

তিনি বলেন, সবার সব কথা শুনে তারিক আনাম খানকে প্রধান করে 'অন্তর্বর্তীকালীন সংস্কার কমিটি' নামে একটা নতুন কমিটি গঠন করা হয়েছে। শিল্পীদের নিয়ে তিনি আগামী চার মাস কমিটিতে থাকবেন এবং সংস্কারের জন্য কাজ করবেন। এরপর একটা নির্দিষ্ট সময় দেখে নির্বাচনের ঘোষণা করবেন।

তবে সংস্কারকামী শিল্পীরা সংঘের সভাপতি, সাধারণ সম্পাদকসহ যারা বিগত সরকারের দলীয়ভুক্ত ছিলেন তাদের পদত্যাগের দাবি তোলা হলেও কেউই পদত্যাগ করছেন না বলে জানা গেছে।

এ প্রসঙ্গে নাসিম বলেন, আমাদের ২১ সদস্যবিশিষ্ট কমিটির কেউই পদত্যাগ না করলেও এই চার মাস তারা তাদের দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করবেন। কিন্তু তারা কোনো মেজর সিদ্ধান্ত নিতে পারবেন না। সেটা শুধু কমিটির প্রধানই পারবেন।

আজ (১৯ সেপ্টেম্বর) থেকেই ‘অন্তর্বর্তীকালীন সংস্কার কমিটি’র দায়িত্ব পালন করবেন তারিক আনাম। তবে তার সঙ্গে কমিটিতে আরও চারজন থাকবেন বলে জানা গেছে। তবে কারা থাকবেন সেটি এখনও জানানো হয়নি।


আরটিভি/এইচএসকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শিল্পকলায় নাটকের প্রদর্শনী বন্ধ, যা বলছেন নাট্যজনরা
খুব আবেগের একটা তারিখ ১১ অক্টোবর: তারিক আনাম খান
অভিনয়শিল্পী সংঘের সংস্কার কমিটিতে থাকছেন যারা
পলাশের উপহার পেয়ে আপ্লুত তারিক আনাম