ঢাকাসোমবার, ০৫ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

অভিনয়শিল্পী সংঘের সংস্কার কমিটিতে থাকছেন যারা

বিনোদন ডেস্ক, আরটিভি

বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৪ , ১০:০৪ এএম


loading/img
ছবি: সংগৃহীত

অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর থেকেই সব জায়গায় চলছে সংস্কার। পুরনো সব পরিবর্তন করে জায়গাগুলোর নতুন রূপ চাচ্ছেন সাধারণ মানুষ। বিশেষ করে নানান মাধ্যমের সংগঠনগুলোতে। সেই ধারাবাহিকতায় কয়েক দিন আগেই তারিক আনাম খানকে প্রধান করে কয়েক দিন আগেই গঠিত হয় ‘অন্তর্বর্তীকালীন সংস্কার কমিটি’। 

বিজ্ঞাপন

এবার এ কমিটিতে যুক্ত হলেন আরও চার অভিনয়শিল্পী। নতুন সদস্যরা হলেন— সাহানা রহমান সুমি, এ কে আজাদ সেতু, জীতু আহসান, ওয়াহিদা মল্লিক জলি। 

গত ২৫ সেপ্টেম্বর বিষয়টি নিশ্চিত করে কমিটির প্রধান তারিক আনাম খান বলেন, গত ১৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত শিল্পী সংঘের সদস্য ও অন্য শিল্পীদের উপস্থিতিতে বিশেষ সাধারণ সভায় যে ‘অন্তর্বর্তীকালীন সংস্কার কমিটি’ গঠন করা হয়, সেই সিদ্ধান্তের ভিত্তিতেই আমার সঙ্গে আরও চারজনকে যুক্ত করা হয়েছে। 

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, আজ পূর্ণ ‘অন্তর্বর্তীকালীন সংস্কার কমিটি’ ঘোষণা করা হয়েছে। দু-এক দিনের মধ্যেই আমাদের কার্যক্রম শুরু করব আমরা।

জানা গেছে, সংস্কারের মাধ্যমে সংগঠনের নতুন নির্বাচন করা এবং বর্তমান কমিটিকে যেকোনো সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত রাখতে তারিক আনাম খানকে প্রধান করে গঠন করা হয় ‘অন্তর্বর্তীকালীন সংস্কার কমিটি’।

আগামী চার মাস শিল্পীদের কল্যাণে কাজ করবে এই কমিটি। সংগঠনটির বর্তমান কমিটির সময়সীমা শেষ হলে নির্দিষ্ট একটা সময় দেখে নির্বাচনের ঘোষণা করবে।

বিজ্ঞাপন


আরটিভি/এইচএসকে-টি
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |