৭৫ নম্বর একটা ইতিহাস: সাইমন সাদিক

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৪ , ০৫:০৩ পিএম


সংগৃহীত
ছবি: সংগৃহীত

বাংলাদেশের সবচেয়ে বড় তারকা তিনি। দেশের ক্রিকেট দলকে পতন থেকে নিয়ে গেছেন প্রথমে। তার হাতে ব্যাট হয়ে ওঠে খাপছাড়া তরবারি, বল হয়ে ওঠে মিসাইল। বিশ্ব ক্রিকেটারের তালিকায়ও রাজকীয় অবস্থান। বিশ্বসেরা অলরাউন্ডার তিনি।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) কানপুর থেকে হঠাৎই দেওয়া হলো বিশাল এই অধ্যায়ের সমাপ্তির বার্তা। বলছিলাম সাকিব আল হাসানের কথা।

বিশ্বসেরা এ অলরাউন্ডার অবসরের ঘোষণা দিয়েছেন আন্তর্জাতিক টি-টোয়েন্টি ও টেস্ট ক্রিকেট থেকে, যা শুনে বেদনার্ত ক্রিকেটপ্রেমীরা। নায়ক সাইমন সাদিক আছেন এই দলে। 

বিজ্ঞাপন

তিনি বলেন, ৭৫ নাম্বার একটা ইতিহাস। যে ইতিহাস বাংলাদেশ ক্রিকেটকে সম্মানিত করেছে, করবে। টি-২০ ও টেস্ট ক্রিকেট থেকে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব-আল-হাসানের অবসরের ঘোষণা!

প্রসঙ্গত, আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য ছিলেন সাকিব। গেল ৫ আগস্ট সরকার পতনের পর থেকে সময়টা স্বস্তির ছিল না। তার নামে দেওয়া হয় হত্যা মামলাও। তখন থেকেই জাতীয় ক্রিকেট দলে সাকিবের থাকা নিয়ে চলছিল গুঞ্জন। তবে ব্যাটে-বলে জবাব দিয়ে টিকে আছেন এখনও। যোগ্যতার প্রমাণ দিতে দিতেই দিলেন অবসরের ঘোষণা। 

বিজ্ঞাপন

আরটিভি /এএ/এসএ 
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission