ঢাকারোববার, ১১ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

মা হচ্ছেন নিমরত কৌর!

বিনোদন ডেস্ক, আরটিভি

বুধবার, ২০ নভেম্বর ২০২৪ , ০৬:৩৪ পিএম


loading/img
নিমরত কৌর

বেশ কিছুদিন ধরে একটি গুঞ্জন ভেসে বেড়াচ্ছে বলিপাড়াসহ নেটদুনিয়ায়। অভিষেক বচ্চন ও নিমরত কৌর প্রেম করছেন। এ আলোচনার মধ্যেই অভিনেত্রী নিমরত কৌরের একটি ছবি সামাজিকমাধ্যমে ভাইরাল হয়েছে।

বিজ্ঞাপন

যেখানে প্রকাশ্যে আসে অভিনেত্রীর পেট। তার মেদযুক্ত পেট দেখে অনেকে মনে করতে শুরু করেন, অন্তঃসত্ত্বা তিনি। আবার কেউ কেউ বলছেন, নিমরতের গর্ভের সন্তানের বাবা অভিষেক বচ্চন!

ভারতীয় গণমাধ্যমের সূত্র অনুযায়ী, অভিনেত্রীর মা হওয়ার খবর একেবারেই ভুয়া। নেটদুনিয়ায় ঐশ্বরিয়া, অভিষেক ও নিমরতকে নিয়ে মিম বানিয়ে এমনটি রটানো হচ্ছে।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, ‘দশভি’ সিনেমায় অভিষেকের সঙ্গে জুটি বেঁধে কাজ করেছেন নিমরত। তখন থেকেই চেনাজানা দুজনের। এ ছবির শুটিং থেকেই নাকি মন দেওয়া নেওয়ার শুরু নিমরত-অভিষেকের।

শুধু তাই নয়, নিমরতের কারণে নাকি ভাঙতে বসেছে ঐশ্বরিয়ার সংসার। যদিও এ প্রসঙ্গে মুখ খোলেননি কেউই।

আরটিভি/এইচএসকে/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |