• ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১
logo

মা হচ্ছেন নিমরত কৌর!

বিনোদন ডেস্ক, আরটিভি

  ২০ নভেম্বর ২০২৪, ১৮:৩৪
নিমরত কৌর

বেশ কিছুদিন ধরে একটি গুঞ্জন ভেসে বেড়াচ্ছে বলিপাড়াসহ নেটদুনিয়ায়। অভিষেক বচ্চন ও নিমরত কৌর প্রেম করছেন। এ আলোচনার মধ্যেই অভিনেত্রী নিমরত কৌরের একটি ছবি সামাজিকমাধ্যমে ভাইরাল হয়েছে।

যেখানে প্রকাশ্যে আসে অভিনেত্রীর পেট। তার মেদযুক্ত পেট দেখে অনেকে মনে করতে শুরু করেন, অন্তঃসত্ত্বা তিনি। আবার কেউ কেউ বলছেন, নিমরতের গর্ভের সন্তানের বাবা অভিষেক বচ্চন!

ভারতীয় গণমাধ্যমের সূত্র অনুযায়ী, অভিনেত্রীর মা হওয়ার খবর একেবারেই ভুয়া। নেটদুনিয়ায় ঐশ্বরিয়া, অভিষেক ও নিমরতকে নিয়ে মিম বানিয়ে এমনটি রটানো হচ্ছে।

প্রসঙ্গত, ‘দশভি’ সিনেমায় অভিষেকের সঙ্গে জুটি বেঁধে কাজ করেছেন নিমরত। তখন থেকেই চেনাজানা দুজনের। এ ছবির শুটিং থেকেই নাকি মন দেওয়া নেওয়ার শুরু নিমরত-অভিষেকের।

শুধু তাই নয়, নিমরতের কারণে নাকি ভাঙতে বসেছে ঐশ্বরিয়ার সংসার। যদিও এ প্রসঙ্গে মুখ খোলেননি কেউই।

আরটিভি/এইচএসকে/এস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নতুন অধ্যায় শুরু ঐশ্বরিয়ার
‘বচ্চন’ পদবি মুছলেন ঐশ্বরিয়া, বিচ্ছেদ কি চূড়ান্ত!
অভিষেকের সঙ্গে প্রেমের গুঞ্জনে মুখ খুললেন নিমরত
নিমরতের জন্যই ভাঙছে অভিষেক-ঐশ্বরিয়ার সংসার, মুখ খুললেন অভিনেত্রী