• ঢাকা শুক্রবার, ২৪ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১
logo

তবে কি মা হতে চলেছেন সোনাক্ষী সিনহা

বিনোদন ডেস্ক, আরটিভি

  ২৯ অক্টোবর ২০২৪, ১৩:০১
সোনাক্ষী সিনহা

চলতি বছরই ভালোবেসে ঘর বেঁধেছেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা ও মডেল-অভিনেতা জহির ইকবাল। বিয়ের পর থেকে বেশ সুখেই দিন কাটছে এই তারকা দম্পতির। তবে বিয়ের কয়েক মাস না পেরোতেই নেটদুনিয়ায় জোর গুঞ্জন উঠেছে, মা হতে চলেছেন সোনাক্ষী।

সামাজিক যোগাযোমাধ্যমে সোনাক্ষী-জহিরের নতুন কিছু ছবিতে সেই ইঙ্গিতই মিলেছে। আর তা দেখেই নেটিজেনদের ধারণা, অভিনেত্রী নাকি গর্ভবতী।

রোববার (২৭ অক্টোবর) একটি দিওয়ালি পার্টিতে গিয়েছিলেন সোনাক্ষী-জহির। মূলত সেখানকার কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন এই অভিনেতা।

ওই ছবিতে দেখা যায়, সোনাক্ষীর পরনে রয়েছে ভরাট কাচের কাজ করা লাল রঙের আনারকলি। অন্যদিকে জহির পরেছেন নীল রঙের কুর্তা এবং সাদা পায়জামা।

দিওয়ালি পার্টিতে ছবি তুলতে গিয়ে তারা যেভাবে পোজ দিয়েছেন সেখানেই সোনাক্ষীর বেবিবাম্প নজরে পড়েছে নেটিজেনদের। আর এই নিয়েই শুরু হয়েছে তুমুল চর্চা। অনেকে সেই পোস্টে শুভেচ্ছাও জানিয়ে ফেলেছেন এই তারকা দম্পতিকে।

সোনাক্ষী-জাহিরের প্রথম সন্তান আসছে ভেবে একজন লিখেছেন, গর্ভবতী হওয়ার জন্য শুভেচ্ছা রইলো। আরেক নেটিজেন লেখেন, শিগগিরই খুদে সদস্য আসছে মনে হচ্ছে, অনেক শুভেচ্ছা। তাদের এক ভক্ত লেখেন, নজর না লাগুক, ভালো থাকুন।

এদিকে অন্তঃসত্ত্বা হওয়ার এমন গুঞ্জনে এখনও কোনো কথা কিংবা আনুষ্ঠানিক ঘোষণা দেননি সোনাক্ষী বা জহির কেউই। ফলে এই গুঞ্জন নিছকই গুজব নাকি বাস্তব, সময় এলে বোঝা যাবে সবটাই।

আরটিভি/এইচএসকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বলিউডের আলোচিত যত বিয়ে
অন্তঃসত্ত্বার গুঞ্জনে মুখ খুললেন সোনাক্ষী
অনেকে বিনা দাওয়াতেই বিয়েতে এসেছিলেন: সোনাক্ষী
বিয়েতে ‘সেরা উপহার’ পেয়ে আপ্লুত সোনাক্ষী