অন্তঃসত্ত্বার গুঞ্জনে মুখ খুললেন সোনাক্ষী

বিনোদন ডেস্ক, আরটিভি

শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪ , ১১:৩৩ এএম


অন্তঃসত্ত্বার গুঞ্জনে মুখ খুললেন সোনাক্ষী
সোনাক্ষী সিনহা

ভালোবেসে চলতি বছর জুনে বিয়ে করেছেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা ও জাহির ইকবাল। বিয়ের পরই মুম্বাইয়ের একটি হাসপাতালে ছুটে যান তারা। সেখান থেকে বের হওয়ার সময় পাপারাজ্জিদের কবলে পড়েন। আর তখনই গুঞ্জন ওঠে, সোনাক্ষী নাকি অন্তঃসত্ত্বা! এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন অভিনেত্রী। 

বিজ্ঞাপন

সম্প্রতি এক অনুষ্ঠানে অদিতি রাও হায়দারি ও তার স্বামী সিদ্ধার্থর সঙ্গে দেখা যায় সোনাক্ষী-জাহিরকে। সেখানে খানিকটা পৃথুল চেহারায় ধরা পড়েন অভিনেত্রী। আর এতেই যেন সোনাক্ষীর মাতৃত্ব নিয়ে নেটিজেনদের আলোচনা তুঙ্গে।

কিন্তু অভিনেত্রী জানালেন ভিন্ন কথা। তিনি আসলে অন্তঃসত্ত্বা নন, মোটা হয়ে গেছেন। সাধারণত বিয়ের পর বিভিন্ন আমন্ত্রণ পেয়ে থাকেন নবদম্পতিরা। সেখানে খাওয়া-দাওয়ায় হয় ভরপুর। সোনাক্ষী-জাহিরের বেলায়ও ঘটেছে একই বিষয়। এ কারণে হয়তো মোটা হয়ে গেছেন তিনি।  

বিজ্ঞাপন

গণমাধ্যমে সোনাক্ষী বলেন, বিয়ের পর থেকে ঘুরে বেড়াচ্ছি আমরা। এই নিয়েই ব্যস্ততা চলছে। আমরা উপভোগ করছি। লোকজনও আমাদের মধ্যাহ্নভোজ বা নৈশভোজের আমন্ত্রণ জানিয়ে চলেছেন। বহু আমন্ত্রণ এসেছে। আমরা কি নিজেদের বিয়ের এই সফরটা একটু উপভোগও করতে পারব না?

প্রসঙ্গত, টানা সাত বছর প্রেমের সম্পর্কের পর ২৩ জুন বসেছিল সোনাক্ষী-জাহিরের বিয়ের আসর। তবে বিয়েতে ছিল না কোনো ধর্মীয় আচার। ঘরোয়া আয়োজনেই বিয়ে সারেন তারা। পরে বিলাসবহুল রেস্তোরাঁয় প্রীতিভোজের আয়োজন করা হয়েছিল।

আরটিভি/এইচএসকে/এস
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission