• ঢাকা বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১
logo

সুখবর দিলেন ইসলামের টানে অভিনয় ছাড়া সেই অভিনেত্রী

বিনোদন ডেস্ক, আরটিভি

  ২৩ নভেম্বর ২০২৪, ১৮:০৪
সংগৃহীত
ছবি:সংগৃহীত

বলিউডের প্রাক্তন অভিনেত্রী সানা খান। ধর্মের পথে চলার জন্য বলিউড ত্যাগ করেছিলেন তিনি। এরপর মুফতি আনাস সৈয়দের সঙ্গে সংসার শুরু করেন এই অভিনেত্রী। ২০২৩ সালের জুলাই মাসে তাদের ঘর আলো করে জন্ম নেয় পুত্র সন্তান। আবারও দেড় বছরের মাথাতেই মা হতে চলেছেন এ প্রাক্তন অভিনেত্রী।

খবরটি সামাজিকমাধ্যমে সানা নিজেই দিয়েছেন। নিজের সোশ্যাল হ্যান্ডেলে বড় ছেলের নাম উল্লেখ করে তিনি লিখেছেন, সৈয়দ তারিক জামিল বড় ভাই হওয়ার জন্য উত্তেজিত।

আরও একটি পোস্টে সানা লেখেন, স্রষ্টা আমাদের আশীর্বাদ করবেন। আমরা যেন শুধু সংখ্যার দিক থেকেই সমৃদ্ধ না হই, আমাদের মূল্যবোধও যেন বাড়তে থাকে। আমাদের প্রার্থনা গ্রহণ করুন।

গত বছরের জুলাইয়ে প্রথম সন্তানের জন্ম দেন সানা। সেসময় লিখেছিলেন, পবিত্র কোরানের কয়েকটি লাইন উল্লেখ করে সানা লেখেন, প্রার্থনা করি আল্লাহ যেন সন্তানের স্বার্থে আমাদের আরও খেয়াল রাখেন। তার উপহার সবচেয়ে সুন্দর। তিনি যখন উপহার দেন, তখন হৃদয় থেকে আশীর্বাদ করেন। তার আশীর্বাদেই আমরা পুত্রসন্তানের মা-বাবা হয়েছি। আপনাদের সবার শুভকামনায় আমাদের এই পথ চলা আরও সুগম হয়েছে।

প্রসঙ্গত, ২০০৫ সালে ‘ইয়ে হ্যায় হাই সোসাইটি’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় সানার। এরপর নিয়মিত অভিনয় করছিলেন তিনি। একে একে ১৪টি সিনেমায় কেন্দ্রীয় নারী চরিত্রে দেখা গেছে তাকে। ২০২০ সালে এই অভিনেত্রী মুফতি আনাসকে বিয়ে করেন। এরপর নিজেকে বলিউড থেকে গুটিয়ে নেন তিনি। কারণ হিসেবে সেসময় জানান, বাকি জীবন ইসলামের পথে চলতেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

আরটিভি/এএ-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাচসাস পরিবার দিবসে কিংবদন্তি অভিনেত্রী আনোয়ারাকে সম্মাননা
পরিচালকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ অভিনেত্রী আইশার
রণবীরের সঙ্গে মাহিরার ঘনিষ্ঠ মুহূর্তের ছবি, যেভাবে সামাল দেন অভিনেত্রী
প্রসবোত্তর অভিজ্ঞতা শেয়ার করে সমালোচনার মুখে সানা খান