নিউইয়র্কে স্বামীর সঙ্গে অবকাশ যাপনে মিম
কাজের পাশাপাশি ঘুরতেও বেশ পছন্দ করেন চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। সুযোগ পেলেই পরিবার নিয়ে দেশের বাইরে বেড়াতে চলে যান তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে চোখ রাখলেই তার আঁচ পাওয়া যায়।
অনেকদিন ধরেই সেভাবে পর্দায় দেখা নেই মিমের। তবে পর্দায় তাকে না দেখা গেলেও, সোশ্যাল মিডিয়ায় ঠিকই সরব তিনি। আবারও তার প্রমাণ পাওয়া গেল মিমের ভেরিফায়েড ফেসবুক পেজে।
সম্প্রতি বেশ কয়েকটি দেশে ঘুরে বেড়ালেন নায়িকা। আগে মরুর দেশ আমিরাত, এরপর গেলেন সোজা মার্কিন মুলুকে। বর্তমানে স্বামী সনি পোদ্দারকে নিউইয়র্কে অবস্থান করছেন মিম। সেখানে স্বামীকে নিয়ে একান্ত সময় কাটাতে ব্যস্ত অভিনেত্রী।
যুক্তরাষ্ট্রের কয়েকটি শহর— ম্যানহাট্টান, নিউ ইয়র্কের টাইমস স্কয়ার, টুইন টাওয়ার মেমোরিয়ালে গিয়ে স্বামীর সঙ্গে ঘুরে বেড়িয়েছেন মিম। শোনা যাচ্ছে, এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দিতেই নাকি মিমের এই যুক্তরাষ্ট্র সফর। তবে সে বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু প্রকাশ না করলেও তার টাইমলাইন ভর্তি ছিল নিজের অবকাশ যাপনের মুহূর্ত ঘিরেই।
সবশেষ টুইন টাওয়ার মেমোরিয়াল থেকে ফেসবুক পেজে কয়েকটি ছবি শেয়ার করেন মিম। যেখানে দেখা যায়, মিমের পরনে ছির লং জ্যাকেট, চোখে ছিল রোদচশমা, ঠোঁটে লাল লিপস্টিক। জ্যাকেটের ভেতরে কালো-আকাশি-সাদার মিশেলে গাউন পরা ছিলেন তিনি।
অন্যদিকে রাতের পোশাকে অভিনেত্রী পরেছিলেন সাদা টপস, কালো প্যান্ট, হালকা অ্যাশ রঙের ওভার কোট এবং সাদা কের্স। আর মিমের স্বামী সনির পরনে ছিল কালো আহ নিক টিশার্ট, জিন্স, সঙ্গে লাল-ডার্ক অ্যাশের কম্বিনেশনের একটি জ্যাকেট এবং সাদা কের্স।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিগুলো ছড়াতেই মিমের অনুরাগীদের প্রতিক্রিয়াও ছিল দেখার মতো। অভিনেত্রীকে নানান সাজে দেখে রীতিমতো মুগ্ধ হন তার ভক্তরা। ভালোবাসা ও শুভেচ্ছায় ভরিয়ে দিতে থাকেন তারা।
প্রসঙ্গত, সম্প্রতিই ‘দিগন্তের ফুলের আগুন’ সিনেমার শুটিং শেষ করেছেন মিম। তার হাতে সিনেমার কাজ এখন কমই। তবে মডেলিং ও বিভিন্ন ইভেন্টে অংশ নিয়ে ব্যস্ততা তার।
আরটিভি/এইচএসকে
মন্তব্য করুন