কলকাতার রাস্তায় হেনস্তার শিকার গায়ক, অতঃপর…
নিজের শহরেই হেনস্তার শিকার হলেন পশ্চিমবঙ্গের ভূমি ব্যান্ড খ্যাত গায়ক সৌমিত্র রায়। মূলত কলকাতার ঐতিহ্যবাহী হলুদ ট্যাক্সি চালকের হাতে হেনস্তার শিকার হন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিজেই জানিয়েছেন সৌমিত্র।
সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুকে সেই ভয়ংকর অভিজ্ঞতার কথা ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন তিনি।
পাঠকদের জন্য সৌমিত্রের পোস্টটি তুলে ধরা হলো—
‘গত ৩ ডিসেম্বর এক অবাঙালি ট্যাক্সিচালক আমাকে হুমকি দিয়ে হলুদ ট্যাক্সি থেকে নামিয়ে দেয় বড়বাজারের ত্রিপল পট্টির ব্রাবোন রোডে। সঙ্গে অকথ্য গালিগালাজ। যদিও অন-ডিউটি ট্র্যাফিক পুলিশ অফিসার ওই ড্রাইভারকে নির্দেশ দিয়েছিলেন আমাকে যাদবপুর পৌঁছে দেওয়ার জন্য।
পুলিশের সাহায্য নিয়েই ট্যাক্সিতে উঠেছিলাম। কিন্তু চালক কিছুদূর গিয়ে আমাকে নেমে যেতে বলেন। অবাঙালি চালকের ব্যবহার খুবই খারাপ ছিল। এর আগেও একাধিকবার ট্যাক্সিতে যাতায়াত করেছি, কিন্তু এমন ঘটনার সম্মুখীন হয়নি।’
এ প্রসঙ্গে ভারতীয় গণমাধ্যমকে সৌমিত্র বলেন, আমি চালকের কাছে জানতে চেয়েছিলাম, কেন কী সমস্যা? তুমি আমাকে গাড়িতে তুলে এভাবে নামিয়ে দিচ্ছ কেন? জবাবে ট্যাক্সিচালক বলেন, ‘না আমি যাব না।’ আবার কখনও বলছে যা করার করে নিন। আমি অনেকভাবে বোঝানোর চেষ্টা করলাম। বললাম, আমি তো তোমাকে টাকা দেব। কিন্তু কোনো লাভ হয়নি। ভীষণ অ্যাগ্রেসিভ আচরণ ছিল ওই চালকের।
আরটিভি/এইচএসকে/এআর
মন্তব্য করুন