ঢাকাবুধবার, ০৭ মে ২০২৫, ২৪ বৈশাখ ১৪৩২

গাঁজা বৈধ করা প্রসঙ্গে যা বললেন গায়ক এলটন জন

বিনোদন ডেস্ক, আরটিভি

শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪ , ০২:৫১ পিএম


loading/img
ছবি:সংগৃহীত

জনপ্রিয় মার্কিন গায়ক এলটন জন, তার গানগুলো যেন পুরোনো হওয়ার নয়। বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকেন তিনি। এমনকি সমাজের বিভিন্ন বিষয় নিয়েও কথা বলেন। এবার তিনি গাঁজা বৈধ করার প্রসঙ্গে কথা বলেছেন। তার মতে যুক্তরাষ্ট্র ও কানাডার কিছু অংশে গাঁজা বৈধ করা ইতিহাসের সবচেয়ে বড় ভুলগুলোর একটি। সিএনএনের প্রতিবেদন থেকে জানা যায় বিশ্বখ্যাত টাইম সাময়িকীকে দেওয়া ‘বর্ষসেরা ব্যক্তি’–সংক্রান্ত এক সাক্ষাৎকারে এলটন জন এ মন্তব্য করেন। 

বিজ্ঞাপন

গাঁজা বৈধ করা প্রসঙ্গে এলটন জন বলেন, আমি সবসময় গাঁজাকে আসক্তি হিসেবে দেখে আসছি। এটা মানুষকে অন্য মাদকের দিকে নিয়ে যায়। যদি আপনি একবার আসক্ত হয়ে পড়েন, তখন আপনার স্বাভাবিক চিন্তাশক্তি লোপ পাবে। আমার সঙ্গেও এমনটা হয়েছিল। প্রখ্যাত ব্রিটিশ সংগীতশিল্পী, গীতিকার ও পিয়ানোবাদক এলটন জন নিজেও একসময় মাদকাসক্ত ছিলেন। তবে তিনি নিরাময়কেন্দ্রে থাকার পর সেই ‘অন্ধকার জীবন’ থেকে ফিরে এসেছিলেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও কানাডায় গাঁজা বৈধকরণ করা ছিল সর্বকালের সবচেয়ে বড় ভুলগুলোর একটি।  

বিজ্ঞাপন

এলটন জনের দীর্ঘদিনের লেখার অংশীদার বার্নি টাউপিন বলেন, একসময় এলটন জন মাদকে আসক্ত ছিলেন। আমি তার জন্য আতঙ্কিত ছিলাম। ওই সময়টা একেবারে ভয়ংকর ছিল।

এলটন জন সম্প্রতি দৃষ্টিশক্তি হারিয়েছেন। তবুও থেমে নেই তিনি। গান নিয়েই ব্যস্ত এই গায়ক সেই সঙ্গে চলছে চিকিৎসা। চলতি মাসে লন্ডনের ওয়েস্ট এন্ডের ডোমিনিয়ন থিয়েটারে অনুষ্ঠিত ‘দ্য ডেভিল ওয়ার্স প্রাডা: দ্য মিউজিকাল’ শোতে হাজির হয়েছিলেন তিনি। সেখানে আবেগঘন বক্তৃতা দিয়েছেন। অন্ধত্ব নিয়ে ভয়ংকর অভিজ্ঞতার কথা বলেছেন তিনি। 

বিজ্ঞাপন

তিনি জানান চিকিৎসকরা তাকে জানিয়েছে অনেক ধৈর্য এবং সময়ের প্রয়োজন। নিজের দৃষ্টি শক্তি ফিরে পেতে তিনি ভীষণ আশাবাদী। 

আরটিভি/এএ/এস 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |