• ঢাকা শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১
logo

আরটিভিতে আজ (১৮ ডিসেম্বর) যা দেখবেন

বিনোদন ডেস্ক, আরটিভি

  ১৮ ডিসেম্বর ২০২৪, ১২:২৫
ছবি: আরটিভি

বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১। একনজরে জেনে নিন আরটিভির আজকের আয়োজন—

দুপুর ২টা ১০ মিনিটে বাংলা ছায়াছবি ‘মা আমার স্বর্গ’। অভিনয় করেছেন- শাকিব খান, পূর্ণিমা প্রমুখ।

বিকাল ৫টায় শিল্প-সাহিত্য ও সংষ্কৃতি বিষয়ক সাপ্তাহিক অনুষ্ঠান ‘অক্ষরের গল্প’ উপস্থাপনা। কবি রেজাউদ্দিন স্টালিন, অতিথি- চলচ্চিত্র নির্মাতা ছটকু আহমেদ। প্রযোজনা- সুজন আহমেদ

সন্ধ্যা ৬টা ৫ মিনিটে চায়না কালচার নিয়ে অনুষ্ঠান ‘চায়না ফোকাস’।

সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে ‘সন্ধ্যার সংবাদ’।

সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে কালজয়ী গানের বৈঠকি আসর ‘সংগীতানুষ্ঠান এই রাত তোমার আমার’। প্রযোজক- শাহরিয়ার ইসলাম।

রাত ৮টায় বিশেষ নাটক- ‘মনের কথা’।

অভিনয় করেছেন- জোভান, শেহতাজ প্রমুখ।

রাত ৯টা ২০ মিনিটে প্রতি সোম, মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার ধারাবাহিক- ‘গোলমাল’।

পরিচালনা- কায়সার আহমেদ ও আল হাজেন।

অভিনয় করেছেন- আনিসুর রহমান মিলন, শ্যামল মাওলা, রওনক হাসান, নাদিয়া আহমেদ, সালহা খানম নাদিয়া, প্রাণ রায়, মুনিরা ইউসুফ মেমী, আজিজুল হাকিম প্রমুখ।

রাত ১০টায় প্রতি মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার ধারাবাহিক ‘টিম ওয়েস্ট ইন্ডিজ সিজন টু’ প্রচার হবে।

পরিচালক- মাইদুল রাকিব।

অভিনয় করেছেন- মারজুক রাসেল, চাষী আলম, পাভেল, সরয়ার অনিক, রোকাইয়া জাহান চমক, রুমি, হাসান মসুদ, আনন্দ খালেদ প্রমুখ।

রাত ১০টা ৪৫ মিনিটে ‘রাতের সংবাদ’।

রাত ১১টা ২০ মিনিটে লাইভ ‘গোলটেবিল’।

রাত ১টায় ‘মধ্যরাতের সংবাদ’।

আরটিভি/এইচএসকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আরটিভিতে আজ (৪ ডিসেম্বর) যা দেখবেন
আরটিভিতে আজ (২৭ নভেম্বর) যা দেখবেন
আরটিভিতে আজ (২০ নভেম্বর) যা দেখবেন
আরটিভিতে আজ (৫ নভেম্বর) যা দেখবেন