• ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১
logo

যে কারণে ক্ষমা চাইলেন অহনা

বিনোদন ডেস্ক, আরটিভি

  ২৬ ডিসেম্বর ২০২৪, ১৮:৩৭

মডেলিং দিয়ে ক্যারিয়ায়ের শুরু, এরপর কাজ করেছেন টেলিভিশন নাটকে। বহুমাত্রিক অভিনয়ের দক্ষতা রয়েছে তার। কখনও শহরের মর্ডান মেয়ে তো কখনও গ্রামের সহজ সরল প্রাণচঞ্চল নারী। বলছি ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী অহনা রহমানের কথা।

ছোট পর্দার পাশাপাশি অহনা কাজ করেছেন ঢাকাই সিনেমার নাম্বার ওয়ান খ্যাত নায়ক শাকিব খানের বিপরীতেও। শুধু তাই নয়, সমান তালে কাজ করেছেন ওটিটি মাধ্যমেও। বলা চলে সর্বক্ষেত্রেই কাজ করে অভিনয়ের জাদুতে দর্শকমহলে তুমুল জনপ্রিয়তা অর্জন করেছেন।

সম্প্রতি এই অভিনেত্রী ঘোষণা দিয়েছেন যে খুব তাড়াতাড়ি অভিনয় থেকে বিদায় নেবেন। তিনি জানান, ২০২৪ সালে জীবনে অনেক কিছু ঘটেছে। এ ছাড়াও ২০২৫ সাল নাগাদ অভিনয় জগতে কাজ কমিয়ে ফেলবেন বলেও জানিয়েছেন তিনি।

এদিকে এক সাক্ষাৎকারে অহনা রহমান বলেছিলেন, আমি ব্যক্তিগত ভাবে আর অহনা রহমান হতে চাইবো না। অনেক দিন কাজ করেছি এবার আসলে অন্যদিকে মনোযোগ দিতে চাই।

তবে হুট করেই বৃহস্পতিবার ( ২৬ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্ট দিয়ে অভিনেত্রী ভক্ত-অনুরাগীদের কাছে দোয়া চেয়েছেন। মূলত আগের সাক্ষাৎকারের বিষয়টি এই পোস্টে তুলে ধরেছেন বলে ভক্তরা মনে করছেন।

পোস্ট করে অহনা লিখেন, কোনদিনও যদি জেনে না জেনে আমি কাউকে কষ্ট দিয়ে থাকি তাহলে দয়া করে তারা আমাকে সবাই ক্ষমা করে দেবেন, আল্লাহ্ সবাইকে ভালো রাখুক এই দোয়া।

আরটিভি /এএ/এস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভালোবেসে ঠকেছেন অহনা, প্রকাশ্যে আনলেন সেই তিক্ত অভিজ্ঞতা
অনেকের ধারণা, আমি প্রেগন্যান্ট বলে অভিনয় ছেড়ে দিচ্ছি: অহনা
দ্বিতীয়বার প্রবাসীর সংসারে অহনা
‘দাম যেভাবে বাড়ছে কিছুদিন পর মাটির বানানো বিস্কুট খেতে হবে’