হাইব্রিড মডেল প্রত্যাখ্যান করল পিসিবি, আইসিসির সভা স্থগিত  

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪ , ০৬:৩৫ পিএম


চ্যাম্পিয়ন্স লিগ
ছবি-এএফপি

আগামী বছর পাকিস্তানের মাটিতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে চ্যাম্পিয়নস ট্রফির। কিন্তু পাকিস্তানে গিয়ে এই টুর্নামেন্টে অংশ নিতে চায় না ভারতীয় দল। যার ফলে পিসিবিকে হাইব্রিড মডেলের প্রস্তাব দিয়েছে বিসিসিআই। যে সিস্টেমে ভারতের ম্যাচগুলো হবে সংযুক্ত আরব আমিরাতে। এ ছাড়া বেশিরভাগ ম্যাচ হবে পাকিস্তানে। 

বিজ্ঞাপন

ভারতের এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। কারণ, তারা এই টুর্নামেন্ট দেশের বাইরে যেতে দিতে চায় না। এমন অবস্থায় সমস্যা সমাধানের জন্য আজ (শুক্রবার) একটি সভা ডেকেছিল আইসিসি। তবে পিসিবি সভাপতি মহাসিন নাকভি তার সিদ্ধান্তে অটল থাকায় সভা আগামীকাল পর্যন্ত স্থগিত করেছে আইসিসি।

মূলত, দুই দেশের ক্রিকেট বোর্ডের সঙ্গে আরও আলোচনা করার জন্য সভাটি স্থগিত করেছে আইসিসি। আগামীকাল (শুক্রবার) ভারত ও পাকিস্তানের ক্রিকেট বোর্ডের মতে মিল না হলে ভোটিং প্রক্রিয়া নির্ধারণ করা হবে চ্যাম্পিয়নস ট্রফির ভাগ্য। 

বিজ্ঞাপন

হাইব্রিড মডেল প্রত্যাখ্যান করার বিষয়ে পিসিবির একটি সূত্র ক্রিকেট পাকিস্তানকে বলেন, ‘অন্য একটি দেশের সঙ্গে মিলে টুর্নামেন্ট আয়োজনের বিষয়ে আমরা একমত নই। পাকিস্তান দল ভারতে খেলতে যাবে কিন্তু ভারতে এখানে আসতে চাইবে না, এটা অগ্রহণযোগ্য।’

এদিকে পিসিবির এক কর্মকর্তা ক্রিকইনফোকে জানান, বোর্ড মিটিংয়ে হাইব্রিড মডেল বিষয়ক আলোচনায় আগ্রহী নয় পাকিস্তান, এমনটি আইসিসিকে জানিয়ে দেওয়া হয়েছে। পিসিবি আইসিসিকে বলেছে, চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে যেন যৌক্তিক ও গ্রহণযোগ্য বিকল্প প্রস্তাব দেওয়া হয়।

চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে হাইব্রিড মডেলের বাইরে দুটি বিকল্পের কথা জানিয়েছে ক্রিকইনফো। একটি হচ্ছে চ্যাম্পিয়নস ট্রফির পুরো আসরই পাকিস্তানের বাইরে অন্য কোথাও আয়োজন করা। এ ক্ষেত্রে আয়োজক স্বত্ব পিসিবিরই থাকবে। অনেকটা চলতি বছরের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের মতো। যার আয়োজক ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), কিন্তু খেলা হয়েছে সংযুক্ত আরব আমিরাতে।

বিজ্ঞাপন

দ্বিতীয় বিকল্প চ্যাম্পিয়নস ট্রফির সব ম্যাচই হবে পাকিস্তানে, তবে ভারত খেলবে না। এর মধ্যে দ্বিতীয় বিকল্পটি প্রায় অসম্ভব। কারণ, চ্যাম্পিয়নস ট্রফির আয়ের বড় উৎসই ভারত। আবার শুধু ভারতের অংশগ্রহণের পাশাপাশি ভারত-পাকিস্তান ম্যাচও গুরুত্বপূর্ণ। সবচেয়ে বেশি আয় হয় দুই চির-প্রতিদ্বন্দ্বীর মুখোমুখি লড়াইয়েই।

এবার শুরু থেকেই হাইব্রিড মডেলে বিরোধীতা করে আসছে পিসিবি। কারণ, গত এশিয়া কাপের সময়ও হাইব্রিড মডেল অনুসরণ করতে বাধ্য হয়েছিল পিসিবিকে। তবে ভারতে বিশ্বকাপ খেলতে গিয়েছিল পাকিস্তান। তারা মনে করেছিল বিশ্বকাপ খেলতে গেলে চ্যাম্পিয়নস ট্রফিতে অংশ নিতে পাকিস্তানের আসবে রোহিত কোহলি।

পাকিস্তানের এই বিশ্বাসের মূল্য দিতে পারেনি বিসিসিআই। তারা জানিয়ে দিয়েছে পাকিস্তানে দল পাঠাবে না। এখন দেখা বিষয় সভা শেষে কি সিদ্ধান্ত আসে।

আরটিভি/এসআর/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission