• ঢাকা বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১
logo

ইউটিউবে সাড়া জাগিয়েছে ‘যমজ ১০’

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৩ সেপ্টেম্বর ২০১৮, ১৯:৩০
‘যমজ ১০’ নাটকের দৃশ্যে মোশাররফ করিম।

নাটকের নাম ‘যমজ’। এ সিরিজে প্রতিবারই ভিন্ন ভিন্ন গল্প নিয়ে হাজির হন বাবা ও দুই ছেলে। দুই ছেলের একজন একটু বোকা আর অন্যজন চালাক-চতুর।

এই নাটকে বাবা ও দুই ছেলের চরিত্রে নিয়মিত অভিনয় করছেন মোশাররফ করিম। গত ঈদ উপলক্ষে দেশের বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভিতে প্রচার হয়েছে‘যমজ ১০’। ঈদের তৃতীয় দিন রাত ৮টা ৩০ মিনিটে আরটিভিতে প্রচার হয় এই নাটকটি।

এবারও ভিন্ন গল্প নিয়ে বাবা ও দুই ছেলের চরিত্রে অভিনয় করেন মোশাররফ করিম। এই নাটকটি এখন দেখা যাচ্ছে ইউটিউব চ্যানেল ‘আরটিভি ড্রামা’তে। এরই মধ্যে অনলাইনে বেশ সাড়া জাগিয়েছে নাটকটি। ৪০ লাখেরও বেশি দর্শক ইউটিউব থেকে নাটকটি দেখেছেন।

মোশাররফ করিমের কাহিনি অবলম্বনে ‘যমজ ১০’ এর চিত্রনাট্য লিখেছেন মেজবাহ উদ্দীন সুমন। এটি পরিচালনা করেছেন আজাদ কালাম। নাটকটিতে অভিনয় করেছেন মোশাররফ করিম, সালহা খানম নাদিয়া প্রমুখ।

উল্লেখ্য গত ঈদ উপলক্ষে আটদিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালা সাজিয়েছিল দেশের জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভি। এই আয়োজনে ৭ পর্বের তিনটি ধারাবাহিক, ৭টি এক খণ্ডের নাটক, ৭টি টেলিফিল্ম এবং সাতদিনব্যাপী মোশাররফ করিম উৎসবে ৭টি একক নাটক প্রচার হয়।

এছাড়া লাক্স ও গ্রামীণফোন নিবেদিত আরও ১৪টি নাটক প্রচারিত হয় চ্যানেলটিতে। তার পাশাপাশি প্রচার হয় বিশেষ অনুষ্ঠান।

‘যমজ ১০’ নাটকটি দেখে নিতে পারেন নিচের লিংকে ক্লিক করে।



আরও পড়ুন :

পিআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়