আবারও সিনেমা প্রযোজনা করবেন জয়া
দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান প্রযোজিত ও অভিনীত ‘দেবী’ মুক্তি পেয়েছে ১৯ অক্টোবর। সারাদেশের ২৯টি প্রেক্ষাগৃহে সিনেমাটি প্রদর্শিত হচ্ছে। দর্শকমহলে প্রশংসিত হচ্ছে সিনেমাটি।
গতকাল সোমবার ‘দেবী’র সংশ্লিষ্টরা যমুনা ব্লকবাস্টার-এ প্রেস শোর আয়োজন করে। সিনেমাটি পরিবেশনা করেছে জাজ মাল্টিমিডিয়া।
এ সময় প্রতিষ্ঠানটির কর্ণধার আবদুল আজিজ বলেন, ‘দেবী’র প্রযোজক জয়া আহসান। তিনি জানেন না, এই সিনেমা লাভজনক অবস্থায় আছে নাকি লস করছে। আমার প্রতিষ্ঠান যেহেতু পরিবেশনায় আছে, আমি জানি। এরই মধ্যে ‘দেবী’ লাভজনক অবস্থায় পৌঁছে গিয়েছে।
তিনি জয়া আহসানকে উদ্দেশ্য করে বলেন, আপনি কি সিনেমার লগ্নিকৃত টাকা দিয়ে মার্সিডিজ কিনবেন নাকি আরেকটা বাড়ি কিনবেন? জবাবে জয়া বলেন, মার্সিডিজ বা বাড়ি চাইলে আগেই কিনতে পারতাম। আগামী দিনেও এই টাকায় আমি সিনেমাই বানাবো।
প্রখ্যাত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের মিসির আলী সিরিজের ‘দেবী’ উপন্যাস অবলম্বনে সরকারি অনুদানে নির্মিত হয়েছে ‘দেবী’। এই ছবির মাধ্যমে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ ঘটেছে অনম বিশ্বাসের।
‘দেবী’ ছবিতে অভিনয় করেছেন মিসির আলি চরিত্রে চঞ্চল চৌধুরী, রানু চরিত্রে জয়া আহসান, নিলু চরিত্রে শবনম ফারিয়া, আনিস চরিত্রে অনিমেষ আইচ, সাবেত চরিত্রে ইরেশ যাকের।
আরও পড়ুন :
এম/ পিআর
মন্তব্য করুন