• ঢাকা বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪, ৪ পৌষ ১৪৩১
logo

পরিবর্তন’র ৩৫তম পর্ব আজ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৯ মে ২০১৯, ১৬:০০
ছবিতে আনজাম মাসুদ

বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান পরিবর্তন এর ৩৫তম পর্ব প্রচার হবে আজ ১৯ মে রোববার রাত ১০টার ইংরেজি সংবাদের পর। এবারের পরিবর্তন সাজানো হয়েছে মোট ১৭ (সতের) টি পরিবেশনা দিয়ে। রমজান মাস বিধায় বিভিন্ন সেগমেন্টে অন্যান্য বিষয়ের সাথে রমজানের তাৎপর্য, ইফতার,ঈদের কেনাকাটা, টেলিভিশন নাটক নির্মাণ, দ্রব্যমূল্য, যাকাত ইত্যাদি বিষয়ক কথাবার্তা প্রাধান্য পেয়েছে।

পরিবর্তনের এবারের পর্বের জন্য তৈরি করা হয়েছে ৩টি নতুন গান। দেলোয়ার আরজুদা শরফ এর রমজান বিষয়ক কথামালা নিয়ে লিখা অভি আকাশের সুর ও মুশফিক লিটুর সঙ্গীত আয়োজনে একটি গান গাইবেন সুফি ঘারানার জনপ্রিয় কণ্ঠ শিল্পী পারভেজ সাজ্জাদ।

দেলোয়ার আরজুদা শরফ এর ইহকাল ও পরকাল বিষয়ক কথামালা নিয়ে লেখা অভি আকাশের সুর ও মুশফিক লিটুর সঙ্গীত আয়োজনে একটি গান গাইবেন এ সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী কামরুজ্জামান রাব্বী।

প্রিয় জন্মভূমি বাংলাদেশের ষড়ঋতুর অপার সৌন্দর্যকে প্রাধান্য দিয়ে গীতি কবি নিহার আহমেদ এর লেখা আরো একটি গান গাইবেন জনপ্রিয় কণ্ঠ শিল্পী বেলাল খান। গানটি সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন সঙ্গীত পরিচালক জাহিদ বাশার পংকজ ।

বিগত ৩৪তম পর্ব পর্যন্ত যে সমস্ত দর্শক সর্বাধিকবার বাংলাদেশ টেলিভিশনের মিলনায়তনে উপস্থিত থেকে সরাসরি পরিবর্তন ধারণ পর্ব দেখেছেন তাদের মধ্য থেকে লটারির মাধ্যমে নির্বাচিত তিনজন দর্শক নিয়ে রয়েছে দর্শক প্রতিযোগিতা পর্ব। এবারের প্রতিযোগিতার বিষয় ছিল স্মার্ট মোবাইল ফোন।

হজম আলী, মামা-ভাগ্নে, মদন-ভোলা, পরিবর্তন পাঠশালা, মুদ্রাদোষ-খাঁচকাটা খাঁচকাটা, উল্টোচলা, হিট করছে, মমিন-হাতেম, দুইমহিলা, তিন ব্যক্তি, মানিক-রতন, বিয়াই-বিয়াইন প্রভৃতি নিয়মিতপর্বে রয়েছে সমাজের সমসাময়িক ঘটনা বলি, নানা অসংগতি ও ত্রুটি বিচ্যুতি নিয়ে রচিত ব্যাঙাত্বক ও হাস্য রসাত্মক বিভিন্ন নাট্যাংশ।

নাট্যংশগুলোতে অভিনয় করেছেন-দিলু খান, মামুনুল হক, আফরোজা হাসান, আশরাফ কবির, মাসুদ রানা মিঠু, তমাল মাহবুব, শাহীনখান, বি এম আজাদ, মনা সিদ্দিক হৃদয়, উত্তম, ফারুক মল্লিক, কাজী উজ্জ্বল, সৈয়দ আল মামুন, নূর-এ আলম নয়ন, জাহাঙ্গীর, শিউলী শিলা, শ্যামলী, ফাহমিদা শারমীন, টুটুল চৌধুরী, বিনয় ভদ্র,লিটন খন্দকার, ফিরোজ হোসাইন, শ্যামল, বুলবুল ভূইয়া, আনোয়ার, আল আমিন, সুমন, ছোট লিটন, রুহুল আমিন,মঞ্চ মনির, সেতু,জান্নাত রুপু প্রমুখ নিয়মিত শিল্পীবৃন্দ।

সাহরিয়ার মোহাম্মদ হাসান-এর প্রযোজনায় পরিবর্তনের পরিকল্পনা গ্রন্থনা উপস্থাপনা ও নির্দেশনা দিয়েছেন আনজাম মাসুদ।

এম/এস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সার্জারি করে চেহারায় পরিবর্তন শাহরুখপত্নী গৌরীর!
ভারতের পররাষ্ট্রনীতিতে পরিবর্তন দরকার: এস জয়শঙ্কর
ভারত-পাকিস্তান দ্বন্দ্ব, বড় পরিবর্তন আসতে পারে চ্যাম্পিয়নস ট্রফিতে!
মান বাঁচানোর লড়াইয়ে তিন পরিবর্তন নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ