• ঢাকা সোমবার, ২০ জানুয়ারি ২০২৫, ৬ মাঘ ১৪৩১
logo

নুসরাতের ‘অসুর’ লুক প্রকাশ

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

  ২২ সেপ্টেম্বর ২০১৯, ২০:২২
নুসরাত জাহান

বিয়ের পর প্রথমবারের মতো বড় পর্দায় আসছেন জনপ্রিয় নায়িকা নুসরাত জাহান। ভারতীয় বাংলা ছবির এই নায়িকা ও সাংসদ অভিনীত ‘অসুর’ ছবিটি দুর্গা পুজোয় মুক্তি পেতে যাচ্ছে।

এবার ফেসবুকে নিজের ‘অসুর’ ছবির লুক প্রকাশ করেছেন সোশ্যাল সাইটে। স্থিরচিত্রে দেখা যায়, শাড়ি ও চশমা পরে আছেন নুসরাত। এক ব্যক্তিত্বময়ী বাঙালি মহিলার চরিত্রে ছবিতে দেখা যাবে অভিনেত্রীকে।

ভক্তরা কমেন্টস বক্সে প্রশংসায় ভাসিয়ে দিচ্ছেন। ছবিতে তার নাম অদিতি। নুসরাত ছাড়াও ‘অসুর’ ছবিতে রয়েছেন জিৎ ও আবীর।

---------------------------------------------------------------
আরো পড়ুন: বিতর্কে আলিয়া
---------------------------------------------------------------

নুসরাত প্রসঙ্গে ‘অসুর’-এর পরিচালক পাভেল জানালেন, এই চরিত্রে তিনি প্রথমে মিমিকে ভেবেছিলেন। জিৎ আর আবীরের মতো দু’জন দুর্দান্ত অভিনেতার পাশে মানাবে, এমন নায়িকা খুঁজছিলেন পরিচালক। নুসরাত সেদিক থেকে অবশ্যই অন্যতম পারফেক্ট অভিনেত্রী। মিমিও ছিলেন। কিন্তু শিকে ছিঁড়ল নুসরাতের ভাগ্যে।

পরিচালকের ভাষ্য, ‘নুসরাতের কিছু লোকসভার স্পিচ শুনেছিলাম। যেভাবে প্রথমদিনই সংসদীয় এলাকায় কেন্দ্রীয় বিদ্যালয় গড়ার দাবি-সহ আরও কিছু মন্তব্য রেখেছে, খুব সেনসিবল লেগেছিল। অত্যন্ত প্রফেশনাল এবং সেনসিবল নুসরাত। নিজের প্রত্যেকটা কমিটমেন্ট পালন করতে হয় কীভাবে, ও জানে। পরিচালক হিসেবে নুসরাতের পারফরমেন্সে ভীষণ ইমপ্রেসড আমি।’

এম

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নুসরাতের সঙ্গে বিচ্ছেদ, ফের নয়া প্রেমে মজেছেন নিখিল
আমার দুই ছেলে একে অপরকে আগলে রাখে: নুসরাত
পূজা অর্চনা নিয়ে কটাক্ষ, মুখ খুললেন নুসরাত
ছেলেকে প্রকাশ্যে আনলেন নুসরাত