• ঢাকা সোমবার, ২০ জানুয়ারি ২০২৫, ৬ মাঘ ১৪৩১
logo

কেন ২৪ বোতল অ্যাসিড কিনলেন দীপিকা? (ভিডিও)

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৬ জানুয়ারি ২০২০, ০৯:১৭
বলিউড অভিনেত্রী, দীপিকা পাড়ুকোন, অ্যাসিড, ছপাক
দীপিকা পাড়ুকোন

ভারতে খোলা বাজারে অ্যাসিড বিক্রি না করার হুকুম আছে। সরকারিভাবে ওপর কোড়া নির্দেশনা আছে এ ব্যাপারে। অ্যাসিড হামলা রুখতে এই নির্দেশিকা জারি করেছিল শীর্ষ আদালত। কিন্তু সে সব আইনের তোয়াক্কা না করে চলছে অ্যাসিড বিক্রি। এমনকি অ্যাসিড কিনলে পরিচয় পত্র দেখার নিয়মও রয়েছে। কিন্তু এই নিয়ম কোথায় মানা হয় না। বিষয়টি উঠে এসেছে বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের এক অভিযানে।

অভিনব এক স্টিং অপারেশন করেছেন দীপিকা। সঙ্গে ছিল তার সদ্য মুক্তি পাওয়া চলচ্চিত্র 'ছপাক'র টিম। অভিযানে নেতৃত্ব দিয়েছেন অভিনেত্রী। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, এখনও খোলা বাজারে অ্যাসিড কেনা কত সোজা। মুম্বাইয়ে একদিনের কয়েক ঘণ্টায় ২৪ বোতল কেনেন দীপিকার টিম।

দীপিকা গাড়িতে বসেছিলেন। হাতে ল্যাপটপ। দুই ক্যামেরাম্যান ও অন্য সদস্যরা ছিলেন আলাদা। তারা ব্যবসায়ী, শিক্ষার্থী, গৃহবধূ, মদ্যপ, গুণ্ডা সেজে অ্যাসিড কিনতে যান। একজন দোকানদার শুধু প্রয়োজনীয় কাগজ ছাড়া অ্যাসিড দিতে রাজি হননি। বাকিরা সবাই দিয়ে দেন। যা দেখে হতবাক দীপিকা। সদ্য মুক্তিপ্রাপ্ত সিনেমায় তার চরিত্র এক অ্যাসিড আক্রান্ত তরুণীর। নাম মালতী। অ্যাসিড আক্রান্ত লক্ষ্মী আগরওয়ালের জীবনের গল্প নিয়ে এই ছবি বানিয়েছেন মেঘনা গুলজার।

এই 'সামাজিক পরীক্ষা' সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে দীপিকা বলেছেন, এ সব বাজারে বিক্রি না হলে কেউ আক্রান্ত হতো না। কেউ অ্যাসিড ছুঁড়তে পারত না। শুরুতেই দীপিকা বলেন, কেউ যদি আপনাকে প্রপোজ করে, আর আপনি 'না' বলেন, তা হলে গলার জোর বাড়ান। কেউ যদি হেনস্তা করে, তাহলে আপনার অধিকারের জন্য লড়াই করুন।

জিএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হিমেশের হাত ধরেই ক্যারিয়ার শুরু দীপিকার
নেটদুনিয়ায় ভাইরাল দীপিকার ভিডিও
যৌথবাহিনীর ওপর অ্যাসিড নিক্ষেপ, যুবলীগ নেতা গ্রেপ্তার
খোসাসহ শসা খেলে যে উপকার পাবেন