ঢাকামঙ্গলবার, ১১ মার্চ ২০২৫, ২৬ ফাল্গুন ১৪৩১

হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন দীপঙ্কর দে

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২০ , ০১:৪০ পিএম


loading/img
স্ত্রীর সঙ্গে দীপঙ্কর দে

কলকাতার বর্ষীয়ান অভিনেতা দীপঙ্কর দে ও অভিনেত্রী দোলন রায়ের ১৬ জানুয়ারি রাতে বিয়ে করেন। ৭৫ বছর বয়সে দীর্ঘদিনের প্রেমিকাকে বিয়ে করেন এই অভিনেতা।

বিজ্ঞাপন

কিন্তু বিয়ের পরদিন অর্থাৎ শুক্রবার বিকেলে শ্বাসকষ্ট জনিত সমস্যার কারণে হাসপাতালে ভর্তি হয়েছিলেন দীপঙ্কর দে। এদিন প্রথমে তাকে আইসিইউ-তে রাখা হলেও পরে সেখান থেকে সরিয়ে শনিবার তাকে জেনারেল বেডে নেয়া হয়। শনিবার স্বাভাবিক খাওয়া-দাওয়াও করেন তিনি। তবে অভিনেতাকে কয়েকদিন পর্যবেক্ষণে রাখার কথা জানিয়েছিলেন চিকিৎসকরা।

এবার হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন দীপঙ্কর দে। সোমবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৮টা নাগাদ তাকে সল্টলেকের আমরি হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়। পরের সপ্তাহের কোনও একদিন তিনি ফের পরীক্ষার জন্য হাসপাতালে আসতে পারেন। এমনটাই পরামর্শ দিয়েছেন তার চিকিৎসক।

বিজ্ঞাপন

দীর্ঘদিন ধরেই লিভ-ইন রিলেশনশিপে ছিলেন দীপঙ্কর দে ও দোলন রায়। তবে কোনও এক অজানা কারণে বিয়ে করেননি তারা।

এম 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |