• ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
logo

অহনার তিন

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৮ জানুয়ারি ২০২০, ১৩:৪২
অহনা রহমান
ছবি সংগৃহীত

জনপ্রিয় মডেল-অভিনেত্রী অহনা রহমান। ঘোষণা দিয়েই নতুন বছরে ধারাবাহিকে কাজ থেকে বিরতি নিয়েছেন। এখন নিয়মিতভাবে একক নাটকে নিজেকে ব্যস্ত রাখবেন। যেমন কথা তেমন কাজ।

আসছে ভালোবাসা দিবসে ভক্তদের জন্য তিনটি নাটক নিয়ে হাজির হবেন অহনা।

এর মধ্যে দুটি নাটকের শুটিং শেষ। নাটক দুটি হলো তপু খানের ‘কবির খানের বুমেরাং’ ও মাসুম আল জাবেরের ‘জেরিন আনটোল্ড স্টোরি’। দুটি নাটকে তার বিপরীতে থাকছেন তৌসিফ মাহবুব ও মনির খান শিমুল। আর ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ভালোবাসা দিবসের আরও একটি নাটকের শুটিং করবেন তিনি।

অহনা বলেন, আমি এখন একক নাটকই শুধু করছি। পাশাপাশি ওয়েব সিরিজেও কাজ করা হচ্ছে। তবে এ সময়ে কাজ বেশি করছি না। কারণ আগামী মাসে আমি ওমরা হজ করতে যাচ্ছি। সেখান থেকে ফিরে পুরোদমে কাজে নামতে চাই।

চাকরের প্রেম সিনেমার মাধ্যমে ঢাকাই ফিল্ম ইন্ডাস্ট্রিতে অভিষেক অহনার। এরপর 'দুই পৃথিবী' এবং 'চোখের দেখা' চলচ্চিত্রেও দেখা যায় তাকে। পরবর্তীতে চলচ্চিত্রে একাধিক কাজের প্রস্তাব পেলেও শেষ পর্যন্ত টিভি মিডিয়াতেই স্থায়ী হন অহনা।

এম

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভালোবেসে ঠকেছেন অহনা, প্রকাশ্যে আনলেন সেই তিক্ত অভিজ্ঞতা
অনেকের ধারণা, আমি প্রেগন্যান্ট বলে অভিনয় ছেড়ে দিচ্ছি: অহনা
দ্বিতীয়বার প্রবাসীর সংসারে অহনা
‘দাম যেভাবে বাড়ছে কিছুদিন পর মাটির বানানো বিস্কুট খেতে হবে’