• ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
logo

ঘুরে গেল কান

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

  ২১ মার্চ ২০২০, ০৯:২৭
Cannes Film Festival, date change, coronavirus
কান চলচ্চিত্র উৎসবের আলোচিত ব্যানার।

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সারা বিশ্বের বিভিন্ন অনুষ্ঠান পিছিয়ে দেওয়া হচ্ছে। বন্ধ রাখা হচ্ছে আন্তর্জাতিক ক্রীড়া কর্মসূচিগুলোও। এই পরিস্থিতিতে কান চলচ্চিত্র উৎসব কর্তৃপক্ষ জানলেন নির্ধারিত সময়ে এ বছরের অনুষ্ঠান হচ্ছে না।

মে মাসের ১২ থেকে ২৩ তারিখ পর্যন্ত এ বছরের চলচ্চিত্র উৎসব হওয়ার কথা ছিল।

এই উৎসবকে কেন্দ্র করে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে স্বনামধন্য পরিচালক, প্রযোজক, অভিনেতা-অভিনেত্রী একত্রিত হন ফ্রান্সে। কিন্তু করোনা সংক্রমণ ঠেকাতে ফ্রান্সের বিভিন্ন শহরে চলছে লকডাউন। এই পরিস্থিতিতে কোনও আন্তর্জাতিক অনুষ্ঠান আয়োজন করা অসম্ভব। পরিস্থিতি বিচার করে উৎসবের নতুন তারিখ জানানো হবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।

উৎসব কর্তৃপক্ষ বিবৃতিতে জানান, বিশ্ব জুড়ে এই বিপদের সময়, কোভিড-১৯-এর শিকার সব মানুষদের ও তাদের পরিবারের প্রতি সমবেদনা। যারা এই ভাইরাস রুখতে দিনরাত লড়ছেন, তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা। পরিস্থিতি বিচার করে নির্ধারিত সময় এ বার কান চলচ্চিত্র উৎসব হবে না বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জিএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিনা মূল্যে ফ্লাইটের টিকিটের তারিখ পরিবর্তন করতে পারবেন যাত্রীরা
৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষার তারিখ পরিবর্তন
দেশে ফিরে যা বললেন কানের ‘সেরা অভিনেত্রী’ 
পাশে দাঁড়ানোর অনুরোধ কিয়ারার