ঢাকারোববার, ১৩ এপ্রিল ২০২৫, ৩০ চৈত্র ১৪৩১

‘টাকা, ক্ষমতা কিচ্ছু না, বুঝিয়ে দিলো করোনা’

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২০ , ০১:৫৩ পিএম


loading/img
প্রসেনজিৎ চ্যাটার্জী

এ এক অকাল বৈশাখ। পয়লা বৈশাখ বললে কত স্মৃতি ভিড় করে আসে। আজ সে সব কোথায়? আজ আর কিছুই ভালো লাগছে না। ভাবিনি, কোনোদিন এরকম পয়লা বৈশাখ কাটাতে হবে। শুধু বাঙালি হিসেবে নয়, সারা বিশ্ব এই করোনার ত্রাসে কেঁপে উঠছে। না দেখা, না চেনা ‘বায়োলজিক্যাল ওয়ার’।

বিজ্ঞাপন

কী ভয়ানক যুদ্ধ! এই যুদ্ধে আমি আমার শত্রুকে চিনি না। ওই যে লোকে বলে, ‘আই অ্যাম সুপ্রিম! আমার অনেক টাকা আছে!’ এসব টাকা, ক্ষমতা কিচ্ছু না, বুঝিয়ে দিল এই করোনা, এই নববর্ষ। দু’জন আছেন— এক জন ঈশ্বর, আর একজন প্রকৃতি। তারাই পারবেন কিছু করতে। বলছিলেন ভারতীয় বাংলা ছবির সুপারস্টার প্রসেনজিৎ চ্যাটার্জী।

সম্প্রতি ‘কাকাবাবুর প্রত্যাবর্তন’র শুটিং শেষে জোহেনেসবার্গ থেকে কলকাতায় ফেরেন তিনি। ফিরেই ঘরবন্দি হয়ে আছেন।

বিজ্ঞাপন

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকাকে এই নায়ক আরও বলেন, আজ সকাল থেকেই মনে হচ্ছে, আমরা সবাই বর্তমান নিয়ে কথা বলছি। কিন্তু আমাদের ভবিষ্যৎ নিয়ে কথা বলা উচিত এখন। খুব কঠিন লড়াই আসছে। যে যে প্রফেশনেই থাকুক না কেন, কঠিন লড়াই লড়তে হবে সবাইকে। আর এই লড়াইয়ের অস্ত্র প্রেম, মানুষের প্রতি ভালোবাসা। সামনের মানুষটাকে নিয়ে ভাবতে হবে। প্রত্যেক মানুষ যদি এভাবে ভাবতে পারে, লড়াইটা সহজ হবে। এই ভালোবাসাটা আমরা ভুলে গিয়েছিলাম। আমরা তো নিজেদের স্বার্থ নিয়ে এতদিন ছুটছিলাম। ছুটেই যাচ্ছিলাম! অন্য কারও কথা ভাবার সময় কোথায় আমাদের? এই ছুটতে গিয়ে অনেক কিছু হারিয়ে ফেলেছিলাম আমরা।

এম

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |