‘কাকাবাবুর প্রত্যাবর্তন’র শুটিং শেষে জোহেনেসবার্গ থেকে ফিরেছে ছবির টিম। বৃহস্পতিবার সকালে কলকাতা বিমানবন্দরে পৌঁছান সুপারস্টার প্রসেনজিৎ চ্যাটার্জী ও পরিচালক সৃজিত মুখার্জি।
তাদের সবাইকে বিমানবন্দরে থার্মাল স্ক্রিনিং করা হয়েছে। প্রসেনজিৎ জানিয়েছেন, জোহেনেসবার্গে করোনার তেমন প্রকোপ নেই। কিন্তু তা সত্ত্বেও সতর্কতামূলক সব ব্যবস্থা নেবেন তারা। সাবধানতার জন্য আগামী ৭ থেকে ১০ দিন স্বেচ্ছায় গৃহবন্দি থাকবেন তিনি। চিকিৎসকদের স্বাস্থ্যবিধি মেনে চলবেন।
ভারতীয় গণমাধ্যমের খবর, জোহেনেসবার্গে এখনও করোনা ছড়িয়ে পড়তে পারেনি। কিন্তু তা সত্ত্বেও সাবধানতা অবলম্বন জরুরি। তার উপর দুবাই বিমানবন্দর হয়ে ফিরেছেন তারা। সেখানেও প্রভাব ফেলেছে করোনা। তাই এই সময় হোম কোয়ারেন্টিনে যাওয়া অত্যাবশ্যকীয় বলে জানান প্রসেনজিৎ।
পরিচালক সৃজিতও বিমানবন্দর থেকে বেরিয়ে জানিয়েছেন, তিনিও নিজেকে এখন গৃহবন্দি করে রাখবেন।
এম