• ঢাকা বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি ২০২৫, ২৫ পৌষ ১৪৩১
logo

ঘরবন্দি দিনে মিথিলার শর্টফিল্ম (ভিডিও)

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৭ মে ২০২০, ১৭:২৯
মিথিলা
ছবি সংগৃহীত

জনপ্রিয় মডেল-অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। বহু গুণের অধিকারিণী তিনি। অভিনয়ের পাশাপাশি ভালো গানও গাইতে পারেন। এবার আরও একটি নতুন পরিচয়ে হাজির হলেন মিথিলা। হ্যাঁ পাঠক এবার নির্মাতা হিসেবেও হাজির হলেন তিনি।

বর্তমানে ঘরেই মেয়ে আয়রাকে নিয়ে সময় কাটছে তার। ‘অন্যজন’ নামে এ শর্টফিমের ইংরেজি নাম ‘দ্য ফরগটেন ওয়ান’। ‘দ্য ফরগটেন ওয়ান’নামে শর্টফিন্মের সঙ্গে জড়িয়ে আছে তার পরিবারের সদস্যরা।

মিথিলার তৈরি স্বল্পদৈঘ্যের গল্পটি লিখেছেন তার বোন মিম রশিদের স্বামী জনপ্রিয় অভিনেতা ইরেশ যাকের। সহযোগিতায় আছেন তার আরেক বোন মিশৌরি রশিদ। চিত্রগ্রহণ, সম্পাদনা ও সঙ্গীত করেছেন মামুন খান।

এ ছবিতে মিথিলার সঙ্গে অভিনয় করেছে মেয়ে আয়রা। ১ মিনিট ২৬ সেকেন্ড দৈর্ঘ্যের এ চলচ্চিত্র একটি ঘরে তৈরি হয়েছে। শুরুতে গল্পটি সাধারণ মনে হলেও শেষে ভয়ে শরীর ঠান্ডা হয়ে আসে অনেক দর্শকই এমন মন্তব্য করছেন।

এম

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিচ্ছেদের পথে সৃজিত-মিথিলা!
যেখানে অন্যায়, সেখানেই প্রতিবাদ করতে হবে: মিথিলা
চোখ ভিজে এলো, মাথা নত হলো: মিথিলা
কলকাতায় নতুন সিনেমা মুক্তি, যা বললেন মিথিলা