• ঢাকা শনিবার, ০৪ জানুয়ারি ২০২৫, ২০ পৌষ ১৪৩১
logo

কাজী শুভ’র ইসলামি গান

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

  ১১ মে ২০২০, ১৭:৪৩
Kazi Shuvo, Popular Singer, Bangladesh, islamic song,
ছবি সংগৃহীত

চলতি রমজান উপলক্ষে জনপ্রিয় সঙ্গীতশিল্পী কাজী শুভর ইসলামি গান ‘আল্লাহ তুমি মহান’ প্রকাশ হচ্ছে। গানটি লিখেছেন জনপ্রিয় গীতিকার ফয়সাল রাব্বিকীন।

মাই সাউন্ডের ব্যানারে আজ সন্ধ্যায় গানটি প্রকাশ হবে। ‘আল্লাহ তুমি যে মহান, তুমি মেহেরবান/ তুমি মালিক তুমি খালিক তুমি রহমান’ - এমন কথার গানটির সুর করেছেন কাজী শুভ।

এর আগেও ফয়সাল রাব্বিকীনের কথায় কাজী শুভর বেশ কিছু গান শ্রোতাপ্রিয়তা পেয়েছে। এবার প্রথমবারের মতো একসাথে ইসলামি গান করলেন তারা।

এ ব্যাপারে কাজী শুভ বলেন, রমজান উপলক্ষে এ ইসলামি গানটি করলাম। বেশ সহজ ও সুন্দর কথার গান। আমার বিশ্বাস ভালো লাগবে সবার।

ফয়সাল রাব্বিকীন বলেন, ইসলামি গান করার চিন্তা অনেক দিন থেকে ছিল। এবার সেটা করা হলো। কাজী শুভ ভাই বরাবরের মতো খুব ভালো গেয়েছেন। আশা করছি শ্রোতাদেরও ভালো লাগবে।

এম

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বছর শেষে নতুন গান নিয়ে ফিরছেন কাজী শুভ
১২৫ বছর পুর্তিতে গাইবেন নাসির- কাজী শুভ- নিশি শ্রাবনী