নওয়াজউদ্দিন সিদ্দিকীর করোনা পরীক্ষা রিপোর্ট নেগেটিভ এসেছে। তবে সুরক্ষার জন্য হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেওয়া হয় তাকে। ঈদ উদযাপন করতে উত্তরপ্রদেশ গিয়েছিলেন এই অভিনেতা। আর সেখানে গিয়েই আটকে গেলেন নওয়াজউদ্দিন সিদ্দিকী।
ভারতীয় গণমাধ্যমের খবর, এই অভিনেতার পরিবার থাকে উত্তরপ্রদেশের বুধনায়। ঈদকে সামনে রেখে পৈতৃক বাড়িতে যাওয়ার জন্য মুম্বাই থেকে উত্তরপ্রদেশ সফরের অনুমতি নিয়েছিলেন নওয়াজউদ্দিন সিদ্দিকী।
পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করে ফিরে আসবেন কর্মক্ষেত্রে এমনটাই ইচ্ছে ছিল তার। কিন্তু যাওয়ার অনুমতি পেলেও মুম্বাই আসার অনুমতি পেলেন না তিনি। মুজফফরনগর জেলা প্রশাসন মুম্বাই থেকে বুধনা পৌঁছানোর পরে তার করোনা পরীক্ষা করায়।
ফলাফল নেগেটিভ এলেও ১৪ দিনের হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দিয়েছে প্রশাসন। নওয়াজের পাশাপাশি তার পরিবারের ক্ষেত্রেও জারি হয়েছে নির্দেশিকা।
নওয়াজউদ্দিন সিদ্দিকী অভিনীত ‘ঘুমকেতু’সিনেমা আসছে ২২ মে মুক্তি পাবে। সেখানে আরও অভিনয় করেছেন অনুরাগ কাশ্যপ, অমিতাভ বচ্চন, রণবীর সিং, সোনাক্ষী সিনহা, ইলা অরুণ, রঘুবীর যাদব, স্বানন্দ কিরকিরে এবং রাগিনী খান্না। জি ফাইভের পর্দায় প্রিমিয়ার হবে সিনেমাটির। এটি পরিচালনা করেছেন পুষ্পেন্দ্র নাথ মিশ্র।
এম