• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

আরটিভিতে ঈদের দিন রাতে মোশাররফ করিম-তিশার ‘ঈদ মোবারক’

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৩ মে ২০২০, ২০:০৭
Eid Mubarak,
নাটকের একটি দৃশ্য

প্রতি ঈদেই জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভি বর্ণাঢ্য আয়োজন করে থাকে। এবারের ঈদেও ৭ দিনব্যাপী নানা বিনোদনমূলক অনুষ্ঠান প্রচার করবে চ্যানেলটি। এই ঈদে জনপ্রিয় পর্দা মুখ মোশাররফ করিম ও নুসরাত ইমরোজ তিশা অভিনীত একক নাটক ‘ঈদ মোবারক’ প্রচার হবে আরটিভিতে।

গল্পে দেখা যাবে, গোলাপ মধ্য বয়সী একজন পুরুষ। পেশায় ব্যাকগ্রাউন্ড আর্টিস্ট। কখনও কাজ মেলে। তবে মাসের বেশির ভাগ সময় বেকারই থাকেন তিনি। গোলাপের বন্ধু মুকুল, দেখতে ছেলেদের মতো হলেও আচরণ মেয়েদের মতো। মুকুল গোলাপের সাথে বিএফডিসিতে কাজ করে ব্যাকগ্রাউন্ড আর্টিস্ট হিসেবে। কিছুদিন আগে তারা একটি সিনেমার কাজ পেয়েছে প্রডাকশন ম্যানেজার ১০ দিনের শিডিউলও নিয়েছে।

ঈদের আগে আগে এইরকম একটা কাজ পাওয়া মানে ঈদটা পরিবারের সাথে ভালোভাবে কাটানো। এই বিষয়টি চিন্তা করে গোলাপ এবং মুকুল দুইজনই বেজায় খুশি। কিন্তু তার কয়েকদিনের মধ্যেই প্রোডাকশন ম্যানেজার গোলাপ ও মুকুলকে জানায় যে, নায়িকার কুকুর মারা যাওয়ার কারণে সিনেমার কাজ বন্ধ। মন খারাপের অন্ত নেই দুইজনের। এরপর নানা ঘটনায় এগিয়ে যেতে থাকে নাটকের গল্প।

‘ঈদ মোবারক’ নাটকটি দেখতে হলে চোখ রাখতে হবে ঈদের দিন রাত ১০ টায়। রচনা ও পরিচালনা করেছেন ইমরাউল রাফাত।