ঢাকাশনিবার, ১৫ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১

ঈদের দিন আরটিভিতে নাটক ‘অবাক প্রেম’

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

রোববার, ২৪ মে ২০২০ , ০১:৫৩ পিএম


loading/img
অবাক প্রেম নাটকের দৃশ্যে মেহজাবীন

আরটিভির বর্ণাঢ্য ঈদ আয়োজনে ঈদের দিন থাকছে জনপ্রিয় তারকা জুটি অপূর্ব ও মেহজাবীন অভিনীত একক নাটক  ‘অবাক প্রেম’।

বিজ্ঞাপন

গল্পে দেখা যাবে, নিরব ও জুঁই একই পাড়ার বাসিন্দা। দুজনই এক সাথে ছোট থেকে বড় হয়েছে। দুজনের পরিবারের ভালো সম্পর্কও রয়েছে। কিন্তু নিরব ও জুঁইর মাঝে দা-কুমড়ো সম্পর্ক হলেও দুজন দুজনের জন্য অদ্ভুত এক মায়া কাজ করে। অথচ কেউ তা প্রকাশ করে না।

এদিকে প্রায়ই দুজন বাজিতে ক্রিকেট খেলে। নিরবের একটা সমস্যা হলো ও যখন হারতে বসে তখন কোনও একটা অজুহাত দিয়ে খেলা পণ্ড করে দেয়। এ নিয়ে প্রায়ই নিরব ও জুঁয়ের মাঝে দ্বন্দ্ব লেগে থাকে। জুঁই ও নিরবের কমন ফেন্ড হলো রাফসান। জুঁইও নিরবের ঝগড়ার ফলাফল হলো অপরাধ না করা সত্ত্বেও দু‘পক্ষ থেকে রাফসান মার খায়।

বিজ্ঞাপন

নানা মজার ঘটনায় গল্প এগিয়ে চলে। ঈদের দিন রাত ৯ টায় ’অবাক প্রেম’ নাটকটি প্রচার হবে। নাটকে অপূর্ব ও মেহজাবীন ছাড়া আরও অভিনয় করেছেন আনন্দ খালেদ, আজম খানসহ অনেকে।

গোলাম সরোয়ার অনিকের রচনায় নাটকটি পরিচালনা করেছেন বি ইউ শুভ।

এম  

বিজ্ঞাপন

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |