ঢাকারোববার, ২৭ এপ্রিল ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২

কাস্টিং কাউচ নিয়ে মুখ খুললেন আশিকীর নায়িকা

বিনোদন ডেস্ক

সোমবার, ০৬ জুলাই ২০২০ , ০২:০৫ পিএম


loading/img
ফাইল ছবি

অনু আগারওয়াল। সুপারহিট সিনেমা আশিকীর নায়িকা হিসেবেই পরিচিত তিনি। যদিও এই সিনেমার পর আরও কয়েকটি চলচ্চিত্রে দেখা যায় তাকে। কিন্তু নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি।  

বিজ্ঞাপন

বহু বছর বলিউড থেকে দূরে তিনি। আবারও যখন অনু আগারওয়াল লাইমলাইটে আসতে শুরু করেছেন, সেই সময় একাধিক বিষয় নিয়ে মুখ খুলতে শুরু করেছেন এই অভিনেত্রী।

এবার বলিউডের কাস্টিং কাউচ নিয়ে মুখ খুললেন অনু আগারওয়াল। অভিজ্ঞতার কথা বলতে গিয়ে তিনি জানালেন, একবার ছবি গল্প শোনাতে গিয়ে এক পরিচালক তার বাড়িতে চলে আসেন সন্ধ্যার দিকে। শুধু তাই নয়, হাতে পানীয়ের বোতল নিয়ে ওই পরিচালক অনু আগারওয়ালের বাড়িতে আসেন বলে দাবি করেন অভিনেত্রী। খবর জি-নিউজের।

বিজ্ঞাপন

এমন অবস্থা দেখে অভিনেত্রী সাফ জানান, তিনি যেন সেখান থেকে চলে যান। ছবির গল্প শোনানোর নাম করে অভিনেত্রীর বাড়িতে পরিচালক কীভাবে পানীয়ের বোতল নিয়ে হাজির হন বিষয়টি নিয়ে ভীষণ চটেছিলেন নায়িকা।


আরও পড়ুন: পরীর সামনে কঠিন চ্যালেঞ্জ

বিজ্ঞাপন

এম  

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |