ঢাকাসোমবার, ২৮ জুলাই ২০২৫, ১৩ শ্রাবণ ১৪৩২

কাশ্মীরে হামলা, সুনীল শেঠির কড়াবার্তা

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ২৬ এপ্রিল ২০২৫ , ০১:৪৪ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

কাশ্মীরের বৈসরন উপত্যকায় গত ২২ এপ্রিল ভয়াবহ হামলার ঘটনা ঘটে। এতে ২৬ জনের মৃত্যু হয়। এরমধ্যে ২৫ জন ভারতীয় এবং বাকি একজন নেপালি। ভয়াবহ এ হামলার ঘটনায় ক্ষোভে ফুঁসে উঠেছে ভারত। দেশটির সব শ্রেণি-পেশার মানুষের মতো প্রতিবাদ জানিয়েছেন শোবিজ তারকারাও।কেউ কেউ হামলাকারীদের শাস্তির দাবিও করেছেন। এবার কড়াবার্তা সুনীল শেঠির। 

বিজ্ঞাপন

সম্প্রতি লতা দিনানাত মঙ্গেশকর পুরস্কার ২০২৫ অনুষ্ঠানের ফাঁকে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, এই মুহূর্তে প্রত্যেক ভারতবাসীকে ঐক্যবদ্ধ হতে হবে। যারা ভয় এবং ঘৃনা ছড়ানোর চেষ্টা করছে, তাদের দিকে কর্ণপাত না করে সবাইকে একসঙ্গে লড়তে হবে। আমাদের দেখাতে হবে, কাশ্মীর আমাদের ছিল, আছে এবং থাকবে।

অভিনেতা বলেন, আমাদের প্রত্যেককে এই সিদ্ধান্ত নিতে হবে যে আগামী ছুটিতে আমরা কাশ্মীরেই ঘুরতে যাব। জঙ্গিদের দেখাতে হবে যে আমাদের ভয় দেখানো এত সোজা নয়। আমরা কোনো কিছুতেই ভয় পাব না। কাশ্মীর বয়কট করা কোনো সমাধান নয়।

বিজ্ঞাপন

এর আগে, পাহেলগামের ঘটনায় ক্ষোভ উগড়ে সালমান খান লিখেছিলেন, কাশ্মীর, যা স্বর্গের মতো ছিল, তা আজ নরক হয়ে উঠছে। নিরীহ মানুষের রক্ত ঝরানো হলো! একটা নিরীহ প্রাণ কেড়ে নেওয়া মানে পুরো মানবতাকে হত্যা করা। এটা আর সহ্য করা যায় না।

শাহরুখ খান লিখেছিলেন, পহেলগামে এই বিশ্বাসঘাতকতা এবং অমানবিক হিংসার কোনো ভাষা নেই! এখন শুধু ঈশ্বরের কাছে প্রার্থনা করছি। ওই পরিবারগুলোর জন্য আমার অন্তরের অন্তঃস্থল থেকে সমবেদনা রইল। জাতি হিসেবে এখনই প্রতিবাদ করতে দাঁড়াতে হবে— একসঙ্গে, শক্তভাবে। এই ঘৃণ্য অপরাধের বিচার হতেই হবে।

আরটিভি/এএ/এস 

বিজ্ঞাপন

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |