ঢাকামঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫, ২৫ চৈত্র ১৪৩১

বিশ্বে করোনায় আরও ৪৩৮ জনের মৃত্যু, বেড়েছে আক্রান্ত

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৩ , ০৮:২৮ এএম


loading/img
ফাইল ছবি

করোনায় বিশ্বজুড়ে গত ২৪ ঘণ্টায় আরও ৪৩৮ জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়েছেন ৭৫ হাজার ১৩৭ জন। সুস্থ হয়েছেন ১ লাখ ৫৫ হাজার ৮০৪ জন।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া যায়।

এদিকে, গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে জাপানে। এ সময় দেশটিতে মৃত্যু হয়েছে ৫২ জনের এবং আক্রান্ত হয়েছে ৫ হাজার ৩৩০ জন। সবচেয়ে বেশি আক্রান্তের ঘটনা ঘটেছে ব্রাজিলে। এ সময় দেশটিতে আক্রান্ত হয়েছে ১৩ হাজার ৮১৩ জন এবং মৃত্যু হয়েছে ৫৯ জনের।

বিজ্ঞাপন

এ ছাড়া যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৮২৫ জন এবং মারা গেছেন ৫০ জন। দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ৪ হাজার ২৬ জন এবং মারা গেছেন ১৫ জন। রাশিয়ায় আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৫৮০ জন এবং মারা গেছেন ৩০ জন। ইরানে আক্রান্ত হয়েছে ১১২ জন এবং মৃত্যু হয়েছে ৩ জনের।

একইসময়ে ইন্দোনেশিয়ায় আক্রান্ত হয়েছে ১৫২ জন এবং মৃত্যু হয়েছে ৩ জনের। মেক্সিকোতে আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৮৪১ জন এবং মারা গেছেন ৪৮ জন। চিলিতে আক্রান্ত হয়েছে ১ হাজার ৬০৬ জন এবং মৃত্যু হয়েছে ১০ জনের। ফিলিপাইনে আক্রান্ত হয়েছেন ৯৫ জন এবং মারা গেছেন ১১ জন। ইসরায়েলে আক্রান্ত হয়েছেন ৯৬৫ জন এবং মারা গেছেন ১৫ জন। রোমানিয়ায় আক্রান্ত হয়েছেন ৫ হাজার ২১১ জন এবং মারা গেছেন ২৯ জন। তাইওয়ানে আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৭৪৫ জন এবং মারা গেছেন ৪৪ জন।

বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৬৭ কোটি ৯৮ লাখ ৯ হাজার ৩২১ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ৬৭ লাখ ৯৯ হাজার ১৮৭ জনের। সুস্থ হয়েছেন ৬৫ কোটি ২৬ লাখ ৬৭ হাজার ২৬৫ জন।

বিজ্ঞাপন

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |