• ঢাকা শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১
logo

করোনা রোগীদের জন্য প্লাজমা থেরাপির অনুমোদন দিলো যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ২৪ আগস্ট ২০২০, ১৮:২১
US allows emergency use of blood plasma treatment for coronavirus patients
সংগৃহীত

করোনাভাইরাস রোগীদের চিকিৎসায় প্লাজমা থেরাপি ব্যবহার করার জন্য জরুরি অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ)।

করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছে এবং শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়েছে, এমন ব্যক্তিদের রক্ত থেকে আক্রান্ত ব্যক্তিদের প্লাজমা দেয়া হয়। যুক্তরাষ্ট্রেই ইতোমধ্যে ৭০ হাজারের বেশি মানুষের ওপর এই পদ্ধতি প্রয়োগ করা হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এই চিকিৎসায় মৃত্যুর হার ৩৫ শতাংশ কমতে পারে। যদিও একদিন আগেই এফডিএ’র বিরুদ্ধে ট্রাম্প অভিযোগ করেছিলেন যে, তারা রাজনৈতিক উদ্দেশ্যে টিকার অবমুক্তি আর চিকিৎসা পদ্ধতির অনুমোদন দেয়া নিয়ে দীর্ঘসূত্রিতা করছে।

হোয়াইট হাউজে দ্বিতীয় দফার দৌড়ে রিপাবলিকান ন্যাশনাল কনভেনশনের আজ থেকে শুরু হচ্ছে। তার একদিন আগে এই ঘোষণা দিলেন ট্রাম্প।

রোববার সাংবাদিকদের উদ্দেশে ট্রাম্প বলেন, অনেক দিন ধরে আমি এটা চাইছিলাম। চীনের ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে এরকম একটি ঐতিহাসিক ঘোষণা দিতে পেরে আমি আনন্দিত, এটি আমাদের অসংখ্য জীবন বাঁচাবে।

একে একটি শক্তিশালী পদ্ধতি বলেও উল্লেখ করেছেন ট্রাম্প। সেই সঙ্গে কোভিড-১৯ থেকে যারা সুস্থ হয়েছে, তাদের প্লাজমা দান করতে এগিয়ে আসার জন্যও আহবান জানান তিনি।

এফডিএ বলছে, প্রাথমিক গবেষণা দেখা যাচ্ছে যে- হাসপাতালে ভর্তির প্রথম তিনদিনের মধ্যে রক্তের প্লাজমা দিতে পারলে সেটি মৃত্যুহার কমিয়ে আনতে পারছে এবং রোগীদের স্বাস্থ্যের উন্নতি ঘটাচ্ছে।

সংস্থাটি জানিয়েছে যে, কয়েক মাসের তথ্য বিশ্লেষণ করে তারা এই সিদ্ধান্তে পৌঁছেছে যে, একটি নিরাপদ পদ্ধতি। তারা বলছে, যেকোনো ঝুঁকির তুলনায় এর উপকারিতা অনেক বেশি।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে কৃষ্ণাঙ্গ ব্যক্তি আহত, কেনোশা শহরে কারফিউ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
লস অ্যাঞ্জেলেসে পুড়েছে ৫০ বিলিয়ন ডলারের সম্পদ, চলছে লুটপাট
যুক্তরাষ্ট্রে দাবানলে নিহত বেড়ে ৫, পুড়ছে হলিউড হিলস
যুক্তরাষ্ট্রে ভয়াবহ দাবানল, পুড়ছে তারকাদের বাড়িঘর
যুক্তরাষ্ট্রে উড়োজাহাজের চাকার খোপে মিলল ২ মরদেহ