ঢাকামঙ্গলবার, ০৬ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রীর চিফ অব স্টাফ হলেন ভারতীয় বংশোদ্ভূত

বুধবার, ১১ নভেম্বর ২০২০ , ০৩:১৮ পিএম


loading/img

কয়েকদিন আগেই ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিস যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। দেশটির ইতিহাসে প্রথম কোনও নারী হিসেবে মহাগুরুত্বপূর্ণ পদটিতে দায়িত্ব নিতে চলেছেন। এবার অস্থায়ী প্রতিরক্ষা মন্ত্রী ক্রিস মিলারের চিফ অব স্টাফ নিযুক্ত হলেন ভারতীয় বংশোদ্ভূত কাশ প্যাটেল। 

বিজ্ঞাপন

আনন্দবাজার জানায়, কাশ প্যাটেলের পুরো নাম কাশ্যপ প্রমোদ প্যাটেল। তবে যুক্তরাষ্ট্রের প্রশাসনিক মহলে তিনি কাশ প্যাটেল নামেই বেশি পরিচিত। 

নির্বাচনে হারের পরই সোমবার প্রতিরক্ষা মন্ত্রী মার্ক এসপারকে বরখাস্ত করেন সদ্য সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অস্থায়ী প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে নিযুক্ত করা হয় ন্যাশনাল কাউন্টার টেররিজমের ডিরেক্টর ক্রিস মিলারকে।

বিজ্ঞাপন

মঙ্গলবার থেকে পেন্টাগনে নতুন দায়িত্ব গ্রহণ করেন মিলার। এর পরই অস্থায়ী প্রতিরক্ষা মন্ত্রী চিফ অব স্টাফ হিসেবে নিয়োগ দেয়া হয় কাশকে। 

হাউজ পারমানেন্ট সিলেক্ট কমিটিতে কাউন্টার টেররিজমের উপদেষ্টা হিসেবে কাজ করতেন কাশ। ২০১৯-এ হোয়াইট হাউসে কাউন্টার টেররিজম ডিরেক্টরেট অব দ্য ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল (এনএসসি)-এর সিনিয়র ডিরেক্টর হিসেবে যোগ দেন তিনি।

কাশের জন্ম নিউ ইয়র্কে। বাবা উগান্ডার এবং মা তানজানিয়ার হলেও ভারতের গুজরাতে তার পূর্ব পুরুষদের বসবাস ছিল। ১৯৭০ সালে কানাডা থেকে যুক্তরাষ্ট্র পাড়ি জমায় তার পরিবার। এরপর নিউ ইয়র্কেই বাস করতে থাকে তারা। 

বিজ্ঞাপন

স্কুল এবং কলেজ শেষ করে ফ্লোরিডায় চলে যান কাশ। স্টেট পাবলিক ডিফেন্ডার হিসেবে কাজ শুরু করেন  পরের আরও চার বছর ফেডেরাল পাবলিক ডিফেন্ডার হিসেবে কাজ করেন। এর পর ফ্লোরিডা থেকে কাশ চলে আসেন ওয়াশিংটন ডিসিতে। সেখানে ডিপার্টমেন্ট অব জাস্টিস-এ টেররিজম প্রসিকিউটর হিসেবে কাজ করেন। 

ডিপার্টমেন্ট অব জাস্টিসে কাজ করাকালে ডিপার্টমেন্ট অব ডিফেন্স-এ স্পেশাল অপারেশনস কমান্ডে যোগ দেন তিনি।

ওয়াই

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |